সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত উরফি জাভেদ। অভিনেত্রীর শেয়ার করা প্রতিটি ছবিই ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পোশাক নিয়ে সর্বদাই চর্চায় থাকেন এই অভিনেত্রী। যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে নাম লিখিয়েছেন উরফি জাভেদ৷ বারংবার লাইমলাইটে থাকতেই বিতর্কিত পোশাকে শরীরী উষ্ণতায় নকি ঝড় তুলতে হাজির হন উরফি, এমনটাই মত নেটিজেনদের একাংশের।নিজের অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। সদ্য এই চর্চিত অভিনেত্রী সদ্য নতুন একটি ফটোশ্যুটর ছবি শেয়ার করেছেন উরফি। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কমলা আর গোলাপি কম্বিনেশনে পাতলা কাপড় দিয়ে সামনের বক্ষবিভাজিকা শুধুমাত্র ঢাকা আর এই কাপড় দিয়ে অভিনেত্রীর পেট স্পষ্ট বোঝা যাচ্ছে। হু হু করে ভাইরাল হয়েছে উরফির এই নতুন ফটোসেশান । এই ছবিতে উথলে উঠছে অভিনেত্রীর ভরা যৌবন। ফের সমালোচনায় বিদ্ধ হলেও ট্রোলারদের কোনও রকমেরই পাত্তা দিতে নারাজ তিনি। অভিনেত্রীর এই বোল্ড অবতার যে পুরুষ হৃদয় ঝড় তুলেছে তা আর বলার অপেক্ষা নেই।
ওড়নার ফাঁকে বেরিয়ে বক্ষযুগল, বোল্ড ফটোসেশানে ফের চর্চায় উরফি
বেশ কয়েকদিন ধরে উরফি ঝড়ে কাঁপছে গোটা নেট দুনিয়া। একের পর এক খোলামেলা ছবি পোস্ট করেই থাকেন ফের সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে পুরুষদের মনে শিহরণ জাগালেন উরফি জাভেদ।…

By

আরও পড়ুন