Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্গাপুজো করার অনুমতি দিল যোগী সরকার, খুশি প্রবাসী বাঙালিরা

উত্তরপ্রদেশ: অবশেষে সার্বজনীন দুর্গোৎসব করার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার। তবে এই উৎসব পালন করতে হবে করোনা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে। এমনটাই যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে জানানো হয়েছে। উত্তরপ্রদেশ…

Avatar

উত্তরপ্রদেশ: অবশেষে সার্বজনীন দুর্গোৎসব করার অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার। তবে এই উৎসব পালন করতে হবে করোনা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ববিধি মেনে। এমনটাই যোগী আদিত্যনাথের সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার থেকে বলা হয়েছে, সেখানকার দুর্গাপূজা কমিটিগুলি চাইলে সার্বজনীন দুর্গোৎসব করতে পারে। কিন্তু সেক্ষেত্রে করোনা স্বাস্থ্যবিধি মানতে হবে। এমনকি হলের মধ্যে পঞ্চাশ শতাংশ লোকের আগমন থাকবে। অর্থাৎ একই সময়ে দুশো জনের বেশি লোক নিয়ে এই উৎসব পালন করা যাবে না। দুর্গাপূজার সঙ্গে একই সঙ্গে চলে নবরাত্রি। আর সে কথা মাথায় রেখে অবশেষে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সার্বজনীন দুর্গোৎসব করার অনুমতি দিলেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সার্বজনীন দুর্গোৎসব হওয়ার ওপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তরপ্রদেশ সরকার। বলা হয়েছিল শুধুমাত্র বাড়ির ভেতরে দুর্গাপুজো করা যাবে। কিন্তু সার্বজনীন দুর্গোৎসব উত্তরপ্রদেশে এবার হবে না বলেই জানিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। কিন্তু এই নির্দেশ মানতে নারাজ ছিল প্রয়াগরাজের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা প্রয়াগরাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। সেখানে অবশ্য উত্তরপ্রদেশ সরকারের নির্দেশের বিরুদ্ধে কোনওরকম রায় দেওয়া হয়নি। বরং বলা হয়েছিল সার্বজনীন দুর্গোৎসব হবে কিনা, তা প্রশাসন ঠিক করবে। এই রায়ে সন্তুষ্ট না হয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা আগেই ঘোষণা করেছিল বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু তার আগেই আজ, শুক্রবার যোগী সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা রাজ্যের বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকলকে খুশি করেছে, তা বলাই যায়।

About Author