দেশনিউজ

নতুন নির্দেশ সরকারের, ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ

Advertisement
Advertisement

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে লকডাউনের পর জুন মাস থেকে শুরু হয়েছে ‘আনলক’ প্রক্রিয়া। চলতি মাস অর্থাৎ অক্টোবরে ‘আনলক ফাইভ’ শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। নভেম্বর শুরু হবে ‘আনলক ছয়’ পর্ব এবং সেই নিয়ে নতুন নির্দেশিকা দেবে কেন্দ্রীয় সরকার। এমনটাই স্বাভাবিকভাবে ধারণা করেছিল আমজনতা। কিন্তু সে পথে না হেঁটে কার্যত সকলের ধারণাকে ভুল প্রমাণিত করে নভেম্বর পর্যন্ত ‘আনলক ফাইভ’ প্রক্রিয়ায় চলবে এবং সেইসব গাইডলাইনই মানতে হবে, যা ‘আনলক ফাইভ’-এ বলে দেওয়া আগেই হয়েছে, এমনটাই ঘোষণা করে দিল কেন্দ্র।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে গত ৩০ সেপ্টেম্বর ‘আনলক ফাইভ’-এর নির্দেশিকা জারি করা হয়েছিল। যা নিয়মমতো চলতি মাসের ৩১ তারিখে শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু তা না করে ৩০ নভেম্বর পর্যন্ত এই একই নির্দেশিকা জারি থাকবে, এমনটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। অর্থাৎ ‘আনলক ফাইভ’ প্রক্রিয়া চলবে দু’মাস ধরে।

Advertisement

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে দেশের সমস্ত রাজ্যগুলির মুখ্য সচিবদের সঙ্গে বিশেষ বৈঠক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সমস্ত রাজ্যগুলিকে বলা হয়েছে সব মিলিয়ে ‘আনলক ফাইভ’-এ যা নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেগুলোই নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

Advertisement
Advertisement

এবার আরও একবার এক নজরে দেখে নিন ‘আনলক ফাইভ’-এ কী কী নির্দেশিকা জারি করা হয়েছিল, যা আগামী নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।…

● স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশমতো আন্তর্জাতিক উড়ান চলবে।

● ট্রেনিংয়ের জন্য সুইমিং পুল চালু থাকবে।

● সিনেমা হল খোলা থাকবে। 50 শতাংশ দর্ষক সেখানে যেতে পারবে।

● সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হলে 50% লোক নিয়ে কাজ করতে হবে।

● চালু হবে না লোকাল ট্রেন।

Advertisement

Related Articles

Back to top button