Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আনলক ২.০-তে কি কি খুলছে আর কি কি বন্ধ থাকছে? জেনে নিন

Updated :  Tuesday, June 30, 2020 10:59 AM

আগামী ১ জুলাই অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে আনলক ২.০। আর এই দ্বিতীয় পর্যায়ের নয়া গাইডলাইন ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। এর সাথে কনটেনমেন্ট জোনগুলিতে ৩১ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল। এই কনটেনমেন্ট জোনগুলিতে কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবার বাফার জোন অর্থাৎ যেখানে সংক্রমণ বাড়বে, সেখানে কড়া নজর রাখতে বলা হয়েছে।

কি কি নতুন গাইডলাইন জারি হয়েছে, জেনে নিন-

১) দেশজুড়ে নাইট কারফিউর সময়সীমা কমানো হয়েছে। ১ জুলাই থেকে রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে।

২) ছাড় দেওয়া হয়েছে শিফটিং ডিউটি থাকা অফিসের কর্মচারীরা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনের সাথে যুক্ত ব্যক্তি সহ অন্যান্য ব্যক্তিরা।

৩) কনটেনমেন্ট জোনের বাইরে দোকানগুলিতে ৫ জনের বেশি লোক দাঁড়াতে পারবে না। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

৪) ১৫ জুলাই থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা কেন্দ্র ও রাজ্য সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলি খোলা থাকবে।

৫) এক্ষেত্রে আধিকারিক, প্রশিক্ষক, প্রশিক্ষণ নিতে আসা সকলকেই নিয়ম মেনে চলতে হবে।

আনলক ২.০-তে কি কি বন্ধ থাকবে, জেনে নিন-

১) ৩১ জুলাই পর্যন্ত সব স্কুল, কলেজ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২) আন্তর্জাতিক উড়ান( বন্দে ভারত মিশন ছাড়া) ব্যবস্থা বন্ধ থাকবে।

৩) জিম, সুইমিং পুল, ধর্মীয় জমায়েত এগুলি বন্ধ থাকবে। পরে দিনক্ষণ ঠিক করা হবে।

৪) মেট্রো পরিষেবা, সিনেমা, থিয়েটার হল, বার বন্ধ থাকবে।