Unlock 1 : আজ থেকে পুনরায় খুলছে মল, হোটেল এবং ধর্মীয় স্থান, জানুন কি কি নিয়ম মানতে হবে

Advertisement

Advertisement

করোনা ভাইরাসের জেরে টানা ৩ মাস দেশজুড়ে লকডাউন চলছে। তবে পঞ্চম দফার লকডাউনের আনলক -১-এ বিশেষ বিধিনিষেধ অবলম্বন করে অনেক কিছুতে ছাড় দেওয়া হয়েছে। আজ অর্থাৎ ৮ জুন থেকে এই ছাড়ের সুবিধা পাওয়া যাবে। দেশের অর্থনীতিকে ফের সচল করার জন্যই লকডাউনের মধ্যেও অনেক পরিষেবা আনলক করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, কনটেনমেন্ট জোনগুলিতে এই ছাড় পাওয়া যাবে না। এছাড়া করোনা হটস্পট এলাকাগুলিতে এই লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

Advertisement

এই আনলকের আবার তিনটি ধাপ রয়েছে। আজ প্রথম ধাপটি শুরু হবে। বেশ কিছু পরিষেবা যেমন-শপিং মল, হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন ধর্মীয় স্থানগুলি আজ খুলবে। তবে বিশেষ বিধিনিষেধ মানতে হবে।

Advertisement

শপিং মল-এ এবার থেকে যে নিয়মগুলি মানতে হবে, সেগুলি হল-

Advertisement

১) প্রবেশ করার সময় অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ও থার্মাল স্ক্রিনিং করাতে হবে।

২) শপিং মলে ঘোরার সময় প্রত্যেককে মুখে মাস্ক পরে থাকতে হবে।

৩) শপিং মলের কর্তৃপক্ষকে সামাজিক দূরত্বতা বজায় রাখার দিকে খেয়াল রাখতে হবে। কোনো ক্ষেত্রেই যাতে জমায়েত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৪) কোনো একটি নির্দিষ্ট স্টোরে প্রবেশের ক্ষেত্রে সসংখ্যা সীমাবদ্ধ থাকবে।

৫) ওয়াশরুম। দরজা, সিঁড়ির হ্যান্ডেল, চলন্ত সিঁড়ি সব কিছুকেই বারবার স্যানিটাইজ করতে হবে।

৬) মলের ভিতরে সিনেমা হল, জিম, খেলার জায়গা সব বন্ধ রাখতে হবে।

ধর্মীয় স্থানগুলির ক্ষেত্রে কি কি নিয়ম মানতে হবে, জেনে নিন –

১) প্রত্যেক পূর্ণার্থীকে সবসময় মুখে মাস্ক পরে থাকতে হবে।

২) কোনো দেবদেবীর মূর্তি, স্ট্যাচু,পবিত্র বই স্পর্শ করা যাবে না। এছাড়া প্রসাদ ও চরণামৃত বা অন্যান্য সামগ্রী দেওয়া যাবে না।

৩) পূর্ণার্থীদের একই মাদুরের ওপর বসতে নিষেধ করা হচ্ছে। প্রয়োজন হলে নিজেদের মাদুর নিয়ে আস্তে বলা হয়েছে।

৪) অন্ন-দান, রান্নাঘর সব ক্ষেত্রেই সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে।

৫) প্রত্যেক পূর্ণার্থীকে নিজের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে।

হোটেলের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে, সেগুলি হল-

১) প্রত্যেককে হোটেলে প্রবেশের আগে সমস্ত তথ্য যথা- ভ্রমণের কাহিনী, শারীরিক অবস্থা, আইডি সব জানাতে হবে। এমনকি অতিথিদের নিজস্ব-ডিক্লেরেশন জমা দিতে হবে।

২) সামাজিক দূরত্বতার কথা মাথায় রাখতে হবে।

৩) ঘর থেকে শুরু করে সমস্ত জায়গা ভালো করে স্যানিটিজ করতে হবে।

৪) প্রত্যেক গেস্ট ও কর্মীদের মাস্ক, গ্লাভস পরে থাকতে হবে।

রেস্তোরাঁর ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে, জেনে নিন-

১) রেস্তোরাঁর ৫০ শতাংশ অঞ্চল নিয়ে কাজ করতে হবে ,আর প্রত্যেক সিটের ক্ষেত্রে যাতে ৬ ফুট দূরত্ব থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

২) রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কাপড়ের বদলে কাগজের ন্যাপকিন ব্যবহার করতে বলা হয়েছে।

৩) যে সমস্ত ব্যক্তিরা রেস্তোরাঁর বাইরে অপেক্ষা করছেন, তারা যেন সামাজিক দূরত্ব মেনে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে।

৪) কেউ যদি খাবার ডেলিভারি করতে যায়, তাহলে যাবার আগে তার স্ক্রিনিং করতে হবে।

৫) রান্না করার সময় ও কর্মীদের মধ্যে নির্দিষ্ট দূরত্বতা বজায় রাখতে হবে।

৬) ডিজিটাল লেনদেনের দিকে বেশি জোর দিতে হবে।

৭) প্রত্যেক কাস্টমার চলে যাবার পর সেই টেবিল ও চেয়ারকে স্যানিটেজ করতে হবে।

এর পাশাপাশি প্রত্যেককেই আরোগ্য সেতু মোবাইল ফোনে রাখতে হবে। দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেখানে কেন্দ্রের এই গাইডলাইনগুলি প্রত্যেককেই মানার নির্দেশ দেওয়া হয়েছে।

Recent Posts