আজকের সময়ে দাঁড়িয়ে প্রতিটি মানুষ নিজের চেষ্টায় কোন না কোন কাজ করে রোজগার করতে চান। এই মূল্যবৃদ্ধির বাজারে রোজগার করাটা একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে অনেকেই রয়েছেন যারা দশটা পাঁচটার চাকরি করতে একেবারেই আগ্রহী থাকেন না। নিজের মতন করে নিজের একটা ব্যবসা শুরু করার চেষ্টায় থাকেন তারা। তবে সেক্ষেত্রে অনেকেরই সেই ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় উপযুক্ত পুঁজি থাকে না। কম খরচায় যদি কোন ব্যবসা শুরু করে লাখ টাকা রোজগার করা যায়, তবে তা যে মন্দ হবে না সেকথা বলাই বাহুল্য। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে তেমনি একটি ব্যবসার পরিকল্পনা জানানো হবে সাধারণকে।
কম খরচায় শুরু করা যায় এমন ব্যবসাগুলির মধ্যে ইভেন্ট ডেকোরেশনের ব্যবসা অন্যতম। কথায় রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে এখন শুধুমাত্র বাঙালির ক্ষেত্রে একথা প্রযোজ্য নয়। বলাই বাহুল্য, সাধারণরা ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই কোনো না কোনো উৎসবে মেতে ওঠেন, তা পুজো হোক কিংবা ঘরোয়া অনুষ্ঠান। আর সেইসমস্ত অনুষ্ঠান ডেকোরেশনের জন্য এখন অনেকেই আলাদা করে লোকজন ঠিক করেন। অর্থাৎ এককালীন একটি টাকা দিয়ে নিজেদের পছন্দ ও প্রয়োজনটা বলে দেন তারা। এরপরে সেই ইভেন্ট ডেকোরেটর তাদের মতন করেই সাজিয়ে দেন তাদের অনুষ্ঠানের জায়গা।
হিসাবমতো এই ব্যবসা শুরু করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগ করলেই শুরু করে দেওয়া যাবে এই ইভেন্ট ডেকোরেশনের ব্যবসা। যদি ঠিকভাবে এই ব্যবসা চালানো যায় তবে মাসে লাভের পরিমাণ থাকবে ৪০ থেকে ৪৫ শতাংশ। যদি কাজ ভাল হয় তবে ধীরে ধীরে বড় হবে ব্যবসা। আর এক্ষেত্রে মাসে এক লাখ টাকার বেশি আয় হওয়ারও সুযোগ রয়েছে। এখন প্রায় সকলেই অতিরিক্ত চাপ নেওয়ার বদলে শুধুমাত্র টাকা দিয়ে নিজেদের পছন্দমত কাজ ভালোভাবে করিয়ে নিতেই বেশি পছন্দ করেন। আর এটি যে অনেক মানুষের কর্মসংস্থান যোগাবে, তা বলাই বাহুল্য।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside