Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Union Budget 2023: দেশের কোটি কোটি মহিলাদের জন্য বড় উপহার, বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

১ ফেব্রুয়ারি ২০২৩, সংসদে ২০২৩-২৪ অর্থ বর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী বছরের লোকসভা বা সাধারণ নির্বাচনের আগে এই বাজেট হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের শেষ…

Avatar

১ ফেব্রুয়ারি ২০২৩, সংসদে ২০২৩-২৪ অর্থ বর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগামী বছরের লোকসভা বা সাধারণ নির্বাচনের আগে এই বাজেট হতে চলেছে দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এছাড়াও ২০২৩ সালের শেষের দিকে ভারতের নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই দিকে মাথায় রেখে এবছরের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য। আগামী বছর ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে। তবে সেটি পূর্ণাঙ্গ বাজেট নয়। নতুন সরকার গঠনের পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে আগামী বছর।

এবছরের বাজেটে সম্ভবত একটি ট্রাম্প কার্ড খেলে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মহিলাদের স্বনির্ভর করতে এবং দেশকে স্বনির্ভর করতে বেশ কিছু বড় ঘোষণা করলেন তিনি। বাজেটে মহিলাদের জন্য অত্যন্ত বড় খবর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্প্রতি মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি বিশেষ সঞ্চয় প্রকল্প যেখানে মহিলারা ৭.৫% সুদ পেয়ে যাবেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সম্মান পত্র এবং দুই বছরের জন্য মহিলারা এই প্রকল্পে ২ লক্ষ টাকা রাখতে পারবেন এবং পেতে পারবেন মোটা টাকা সুদ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের কার্যকালের শেষ বাজেট এটা এবং এই কারণে এই বাজেট কেন্দ্রের অগ্নি পরীক্ষার বাজেট হয়ে উঠেছে। এমন সময় কেন্দ্রীয় সরকার সংসদে বাজেট পেশ করেছে যেখানে সারা বিশ্বের অর্থনীতি অত্যন্ত ধীর গতিতে চলছে। অন্যদিকে ভারতীয় অর্থনীতি কিছুটা হলেও অগ্রগতির মুখ দেখেছে বিগত কয়েক বছরে। তাই এমন মুহূর্তে যদি মহিলাদের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে তাহলে আগামী নির্বাচনে মহিলা ভোট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

About Author