লক্ষণ দেখে বুঝুন, আপনার প্রেমিকা সত্যিই আপনাকে পেতে চায় কি না!

Advertisement

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত মধুর একটি সম্পর্ক। আজকের এই বার্তাটি শুধু মাত্র ছেলেদের জন্য। যদি আপনি প্রেম করেন বা প্রেমে লিপ্ত হওয়ার কথা ভাবছেন, তাহলে কিছু লক্ষণ দেখে জেনে নিন আপনার প্রেমিকা সত্যিই আপনাকে পেতে চান কিনা:-

Advertisement

১) মিথ্যের আশ্রয় নেন না: সব সময় সত্যি কথা বলেন। নিজেকে বাঁচাতে কখনো মিথ্যার আশ্রয় নেন না। সর্বদা আপনার পছন্দমত কাজ করার চেষ্টা করেন।

Advertisement

২) সাপোর্টিভ: সব বিষয়ে তিনি আপনাকে কতটা সাপোর্ট করেন এটাও দেখে নেওয়া জরুরি। আপনার ব্যবহার তার পছন্দ কিনা পরস্পরের সাথে সবকিছু শেয়ার করতে পারছেন কিনা এটাও জরুরি।

Advertisement

৩) পরিবারের যত্ন নেওয়ার মানসিকতা আছে: শুধুমাত্র আপনার সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো নয় পরিবারের সাথে মানিয়ে নেওয়াটাও জরুরি।

৪) মানুষ হিসেবে খুব ভালো: শুধুমাত্র আপনার ভালো লাগায় নয় পরিবারের সকলের ভালোলাগার দিকেও নজর রাখেন।

৫) আপনাদের মধ্যে কেমিস্ট্রি ভালো: প্রতিটি সম্পর্কের মধ্যে রাগ, অভিমান, ঝগড়া হবেই। কিন্তু খেয়াল রাখুন সারা দিন যাই হোক দিনের শেষে যেন আপনারা হ্যাপি ফ্যামিলি।

৬) পুরনো কথা আলোচনা করার অভ্যাস নেই: আপনি অতীতে কি করেছেন সে কথা না ভেবে আপনার খুশির কথায় সবসময় ভাবেন।

৭) আপনাকে যথেষ্ট স্পেস দেয়: আপনার যতটুকু প্রয়োজন স্পেস দেন। আপনাকে যথেষ্ট স্বাধীনতা দেন।

৮) আপনার বন্ধুদেরও গুরুত্ব দেন: আপনার প্রেমিকা শুধু আপনার সঙ্গেই নয়, আপনার বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে পছন্দ করেন।

৯) আর পাঁচজনের মতো নন: আপনার প্রেমিকা ঘর ও বাইরে দু দিকেই সমান ভাবে চালাতে পারে। আর পাঁচজনের মতো নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন না। তাহলে জানবেন তিনি আপনার জন্য পারফেক্ট।

১০) আমি আমার মত: কারোর কথায় কান না দিয়ে সব সময় নিজের মতোই কাজ করেন। সকলকে খুশি করতে ভালোবাসেন এবং আপনার পছন্দের দিকেও লক্ষ্য রাখেন।

১১) রাগ বেশি দিন জমিয়ে রাখেন না: ঝগড়া-বিবাদ সব সম্পর্কের মধ্যেই হয়। কিন্তু তা বেশিদিন স্থায়ী হতে দেন না। এমন প্রেমিকা পেলে আর দেরি কিসের? শুভ কাজটি সেরে ফেলুন।