বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। আর তাতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। আজকের এই প্রতিবেদনে এমনই চারটি ওয়েব সিরিজ সমন্ধে আপনাদের জানাবো।
ইন্টারনেট দুনিয়ার আনাচে-কানাচে এখন ছড়িয়ে রয়েছে ‘মাজবুরি’ ওয়েব সিরিজটি। এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন প্রিয়া গামড়ে। একাধিক সাহসী খোলামেলা দৃশ্যে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর কিলার এক্সপ্রেশন ও ফিগারের খাঁজে পথ হারিয়েছেন লাখ লাখ পুরুষ অনুরাগী। এই ওয়েব সিরিজটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। এই ওয়েব সিরিজটি নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে। কি আছে এতে? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
উল্লুতে রিলিজ হওয়া এই ‘মাজবুরী‘ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে সায়ামা নামের বিধবা মাকে নিয়ে। তিনি ১৯ বছরের এক মেয়েকে নিয়ে থাকে। তিনি বিয়ে করেন রেহমান নামের একজন ডিভোর্সি মানুষকে। কিন্তু সেই রেহমানের চোখ ছিল তার ১৯ বছরের কন্যার দিকে। কিন্তু ১৯ বছরের সেই কন্যাকে দেখতে যতটা সাদাসিদে ছিল কিন্তু ততটাও সে মনে প্রানে সাদাসিদে নয়। ওই ভদ্রলোকের সমস্ত ব্যাপার তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু তারপরে কি ওই ডিভোর্সী মায়ের সাথে সম্পর্ক হবে? না মেয়ের সম্পর্ক হবে? জানতে আপনাকে এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে। এতে প্রিয়া গামরের পাশাপাশি অভিনয় করেছেন রোশনী আহুজা,আয়ুশী জেসওয়াল, শিখা মালহোত্রা, সাবি নায়ক আরো অনেকে।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement