সাম্প্রতিককালে নিষিদ্ধ বিষয়ের উপর মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এই আগ্রহকে কাজে লাগিয়ে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয়তা লাভ করছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ওয়েবসিরিজ মুক্তি পাচ্ছে যা এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে ‘পিঞ্জারা’ নামের একটি ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে অবশ্যই একা থাকতে হবে।
‘পিঞ্জারা’ ‘উল্লু’ নামের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে। ‘রীতি রিওয়াজ’ ঘরানার এই সিরিজের গল্প একজন যুবতীকে ঘিরে। এই যুবতীর বিয়ে ঠিক হয় একজনের সাথে। কিন্তু হবু স্বামীকে বিপদমুক্ত করতে অদ্ভুত নিয়ম অনুযায়ী তাকে প্রথমে সেই যুবকের বোনের সঙ্গে বিয়ে করতে হয়। তারপরই ওই যুবকের বোন ব্ল্যাকমেল করতে শুরু করে ওই যুবতীকে। এমনকি সে নিজের শারীরিক চাহিদা পূরণের কাজেও ব্যবহার করতে থাকে ওই মহিলাকে। এভাবেই ওই যুবতীর জীবনে আসে এক অদ্ভুত মোড়।
বিনোদ লক্ষ্মী কুমারের পরিচালিত এই ওয়েবসিরিজে রয়েছে একাধিক সাহসী দৃশ্য। যার কারণে যুব সমাজের কাছে এই সিরিজ চিত্তাকর্ষক হয়ে উঠেছে। রাধিকার চরিত্রে অভিনেত্রী মিষ্টি বসু এবং নাতাশার চরিত্রে অভিনেত্রী মাহি কমলার অভিনয় বেশ নজরকাড়া। পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন সুরজ সোনি, নন্দলাল সিং, কিশোর ভনের মতো কলাকুশলীরা।
‘পিঞ্জারা’ একটি আবেদনশীল ওয়েবসিরিজ যা দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। ‘উল্লু’ অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে এই সিরিজটি দেখা যাবে। তবে, এই ওয়েবসিরিজে বেশ কিছু সাহসী দৃশ্য রয়েছে। তাই ১৮ বছরের কম বয়সীদের জন্য এই সিরিজ উপযুক্ত নয়।














