বিয়ের ডেট ফাইনাল করলেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে শেষে বিয়ের ডেট ও পাত্রী ফাইনাল করলেন উদিত পুত্র আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগওয়ালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য। আদিত্য জানিয়েছেন যে এই বছর…

[wpcode id="195818"]

সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে শেষে বিয়ের ডেট ও পাত্রী ফাইনাল করলেন উদিত পুত্র আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগওয়ালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদিত্য।

আদিত্য জানিয়েছেন যে এই বছর ১ লা ডিসেম্বর বিয়ে করবেন তিনি। পরিবার এবং অত্যন্ত ঘনিষ্ঠ কিছু মানুষ নিয়ে মহারাষ্ট্রের এক মন্দিরে বিয়ে সারবেন তিনি।

শাপিত’ সিনেমায় আদিত্যর বিপরীতে অভিনয় করেছিলেন শ্বেতা। সেই সেট থেকেই বন্ধুত্বের শুরু। তারপরেই তাঁদের মধ্যে এই বন্ধুত্ব প্রেমে গিয়ে থেকে। মাঝে নেহা কক্করের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন উঠলেও পরে জানা যায় যে তা নিছক মজা ছিল। এবং প্রযোজকের চাপেই সেই অভিনয় করা হয়েছিলো। সবটাই নাকি টিআরপি-র খেল।

অবশেষে, প্রকাশ পেতে চলেছে আসল প্রেম কাহিনী। দীর্ঘ ১০ বছরের প্রেম জায়গা করে নেয় বিয়েতে। খুশি আদিত্যের পরিবারের লোকেরা। এ দিকে নেহা কক্কর বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে। খুব সম্ভবত তিনিও বিয়ে করতে চলেছেন পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত এর সঙ্গে।

About Author