Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই জঙ্গি, উত্তপ্ত কাশ্মীরের অবন্তীপুরা

পুলওয়ামা: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় প্রায় চল্লিশেরও বেশি ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা আজও সকল ভারতীয় মনে দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। আবার সেই একই জায়গায় ঘটল জঙ্গী ও…

Avatar

পুলওয়ামা: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় প্রায় চল্লিশেরও বেশি ভারতীয় জওয়ানদের শহীদ হওয়ার ঘটনা আজও সকল ভারতীয় মনে দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। আবার সেই একই জায়গায় ঘটল জঙ্গী ও সেনা সংঘর্ষের ঘটনা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুলওয়ামার অবন্তীপুরায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ লেগে অজ্ঞাত পরিচয় জঙ্গী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন এক জাওয়ানও।

জানা গিয়েছে, ওই জায়গায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে গোপনে এমন খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আর সেই অভিযান চালানোর ক্ষেত্রে রবিবার বিকেল থেকে গুলির লড়াই শুরু হয় দু’পক্ষের মধ্যে। জঙ্গিদের তরফ থেকে লাগাতার গুলিবর্ষণ করা হয়। পাল্টা জবাব দিতে ছাড়ে না নিরাপত্তা বাহিনীও। আর তাদের পাল্টা গুলিতেই খতম হয়েছে দুই জঙ্গি। ওই গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক জওয়ানও। এখনও জঙ্গি অভিযান চালাচ্ছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত, এই ঘটনার আগে শনিবার কাশ্মীরের বীজভেডরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই লস্কর-ই-তৈবা জঙ্গি খতম হয়। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই রবিবার এমন ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কিছুদিন আগে আর এক জঙ্গিঘাঁটি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছিল। এমনকি গ্রেফতার করা হয়েছিল এক লস্কর-ই-তৈবা জঙ্গিকে।

সুতরাং, সব মিলিয়ে আরও একবার উপত্যকায় উত্তেজনা অব্যাহত রয়েছে, তা বলাই যায়। যদিও জঙ্গি নিধন অভিযান চালিয়ে যাচ্ছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী, তবুও যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখনই ফের একবার কাশ্মীর উত্তপ্ত হওয়ার ঘটনা ভাবাচ্ছে প্রতিরক্ষামন্ত্রককে।

About Author