কলকাতা: খোদ শহরের বুকে যৌন নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল হরিদেবপুর। সেখানে নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করা হতো, এমনই অভিযোগ উঠেছে পাড়ার দুই কাকুর বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতেই এই দু’জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ১০ বছরের ওই নাবালিকার ওপরে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চলত। প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তার মুখ বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ গতকাল, মঙ্গলবার ওই নাবালিকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপরে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলে সবকিছু জানায় সে। তারপরই ওই নাবালিকার পরিবার হরিদেবপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে যৌন নির্যাতন চালানোর অভিযোগ এনেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowজানা গিয়েছে, এই দুজনের মধ্যে একজন পরিচালক এবং একজন ৬১ বছরের এক বৃদ্ধ। দু’জনকেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পকসো আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।