Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আকর্ষণীয় অফারের সাথে বাজারে আসলো TVS XL100 বাইক, জানুন বিস্তারিত

এমনিতেই 2018 সালের শেষের দিক থেকে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি বিক্রয় মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিলো, তার ওপর করোনা মহামারী সেই মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, সাধারণ মানুষ অটোমোবাইলে ব্যয় না করে…

Avatar

এমনিতেই 2018 সালের শেষের দিক থেকে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি বিক্রয় মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিলো, তার ওপর করোনা মহামারী সেই মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, সাধারণ মানুষ অটোমোবাইলে ব্যয় না করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেশি আগ্রহী। এই উদ্বেগ কমাতে টিভিএস সংস্থা নিয়ে এসেছে দুর্দান্ত একটি অফার।

সম্প্রতি TVS XL100 বাইকটিকে ‘Buy Now and Pay Later’ এ উপলব্ধ করেছে এই সংস্থা। যার ফলে বাইকটি কিনে ইএমআই দিতে শুরু করার আগে পর্যন্ত ছয় মাস সময় পাবেন গ্রাহকেরা। অফারটির বৈধ থাকবে 31শে জুলাই পর্যন্ত। যেটিতে LTV(Loan to value) থাকবে 75 শতাংশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

TVS XL100 বাইকটি তিনটি মডেলে উপলব্ধ রয়েছে। স্ট্রান্ডার্ড মডেলের দাম 44,294 টাকা, অন্যদিকে XL100 স্পেশাল এডিশন এবং TVS XL100 কম্ফোর্ট মডেলের দাম যথাক্রমে 45,304 এবং 46,114 টাকা। তবে এই দামগুলি পুরনো শোরুমের জন্য।

XL100 বাইকটি BS6 এর অন্তর্ভুক্ত 99.7 সিসি ইঞ্জিন দ্বারা চালিত। যার মাধ্যমে উৎপন্ন হবে 4 bhp এবং 6.5 Nm টর্ক। এছাড়া এটিতে রয়েছে একটি মাত্র গিয়ার বক্স। শুধু তাই নয় অন্যান্য সুবিধা যেমন – সাইলেন্ট স্টার্ট সিস্টেম, সহজ অন-অফ সুইচও রয়েছে এতে।

About Author