Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এক পাল কা জিনা’ হৃত্বিকের গানে নাচলেন বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে, ভিডিও শেয়ার হতেই ভাইরাল

এই রবিবার, সোনি টিভির নাচের রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্যান্সারে সিজন ২ শুধুমাত্র প্রতিযোগীদের জন্যই নয়, এই শোয়ের দর্শকদের জন্য এক বিরাট চমক আছে। টেলিভিশনের ইতিহাসে প্রথমবারের মতো এবং একটি…

Avatar

By

এই রবিবার, সোনি টিভির নাচের রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ড্যান্সারে সিজন ২ শুধুমাত্র প্রতিযোগীদের জন্যই নয়, এই শোয়ের দর্শকদের জন্য এক বিরাট চমক আছে। টেলিভিশনের ইতিহাসে প্রথমবারের মতো এবং একটি ডান্স রিয়েলিটি শোতে, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে অতিথি বিচারকের ভূমিকায় উপস্থিত থাকছেন আর এই স্পেশ্যাল এপিসোডে আশাজির ৭৫ বছর উদযাপন করা হবে।

চিরসবুজ গায়িকা যিনি নিজের সুরেলা কন্ঠ দিয়ে বছরের পর বছর বহু শ্রোতার মন জয় করেছেন এই সপ্তাহে তাঁকে প্রতিটি নৃত্য উপভোগ করতে দেখা যাবে। শুধু তাই নয়, নাচ উপভোগ করার পাশাপাশি নিজের এই বিশাল কর্মকান্ডের নানান তিক্ত অভিজ্ঞতা শেয়ার করতে দেখা যাবে। আর দিন আশাজির গানের ওপর প্রতিযোগীরা নাচ করবেন। এদিন ইন্ডাস্ট্রিতে তাঁর সময় থেকে অনেক আকর্ষণীয় ট্রিভিয়া শেয়ার করতে দেখা যাবে এবং প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে দেখা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যে সোনি টিভির একটি প্রমো শেয়ার করা হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে, এই শোয়ের তিন বিচারক মালাইকা অরোরা, গীতা কাপুর এবং টেরেন্স লুইসকে আশাজির জাঁকজমকপূর্ণ উপস্থিতিতে অভিভূত হতে দেখা যাবে। অনুষ্ঠানে প্রবেশের সময় ইয়ে মেরা দিল গানে শোয়ের সঞ্চালক মনীশ পালের সাথে স্টেজ শেয়ার করতে দেখা যাবে। আর তা দেখে মালাইকা প্রণাম জানালেন গায়িকাকে। এরপরেই আশাজি মজার ছলেও বলেন আমি গায়িকা তাহলে নাচের শোয়ে কি করছি। এরপর গায়িকা আরো বলেন, তিনি ছোট থেকে নাচ করতে চাইতেন তবে মায়ের এক মারে বারংবার নাচ ভুলে যেতেন। তাঁর মা শুধু গান গাইতে বলতেন। তবে নাচ না শিখলেও নাচ দেখতে খুব পছন্দ করেন।

এরপর গায়িকা সকলকে বলেন তাঁর ভরতনাট্যম, কত্থক, হিপহপ সব নাচ দেখতে ভালো লাগে। এরপরেই তিনি বলে ওঠেন মাইকেল জ্যকসন, হৃত্বিক রোশন সকলের নাচ পছন্দ করেন। এরপরেই তিনি উঠে সুপারস্টার হৃত্বিকের আইকনিক ড্যান্স স্টেপ করে দেখান। আর আশাজির এই নাচ দেখে অনেকেই অভিভূত। এই প্রমোর ভিডিও শেয়ার হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। অনুগামীরা এই স্পেশ্যাল এপিসোড দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন।

About Author