Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TVS লঞ্চ করে দিল নতুন সাইলেন্সর বিশিষ্ট APACHE বাইক, অত্যাধুনিক ফিচারের সাথে পেয়ে যাবেন ধামাকাদার ইঞ্জিন

ভারতের জনপ্রিয় বাইক কোম্পানি tvs লঞ্চ করে দিয়েছে একটি নতুন সাইলেন্সার বিশিষ্ট APACHE বাইক যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক আপডেট ফিচার এবং একটি দুর্দান্ত ইঞ্জিন। টিভিএস মোটর নিজের APACHE RTR…

Avatar

ভারতের জনপ্রিয় বাইক কোম্পানি tvs লঞ্চ করে দিয়েছে একটি নতুন সাইলেন্সার বিশিষ্ট APACHE বাইক যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক আপডেট ফিচার এবং একটি দুর্দান্ত ইঞ্জিন। টিভিএস মোটর নিজের APACHE RTR 160 4V বাইকটি নিয়ে এই মুহূর্তে বেশ আশাবাদী। সম্প্রতি তারা এই বাইকের একটি নতুন স্পেশাল এডিশন লঞ্চ করে দিয়েছে। এই বাইকে কিছু কসমেটিক পরিবর্তনের সাথে মেকানিক্যাল আপডেট নিয়ে আসা হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক কিছু ফিচার যা হয়তো এই দামের মধ্যে অন্যান্য বাইকে আপনারা দেখতে পান না।

এই বাইকের নতুন স্পেশাল এডিশনে একটি নতুন পেইন্ট স্কিম শামিল করা হয়েছে। প্রথমবার টিভিএস কোম্পানির APACHE বাইক আপনারা পেয়ে যাবেন একেবারে পার্ল হোয়াইট রঙে। এই প্রথম সাদা রঙের কোন বাইক বিক্রি করবে টিভিএস কোম্পানিটি। তার সাথে সাথেই এই বাইকে আপনারা ফার্স্ট ইন সেগমেন্ট কিছু ফিচার দেখতে পাবেন। এই বাইকের এক্স শোরুম দাম ১ লক্ষ ৩০ হাজার টাকার বেশি। দুর্দান্ত রাইডিং এর জন্য আরবান, স্পোর্ট এবং রেইন মোড রয়েছে এই বাইকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকে আপনারা পেয়ে যাবেন একেবারে নতুন ডিজাইনের এক্সহষ্ট সিস্টেম। টিভিএস এই নতুন সিস্টেমের নাম দিয়েছে বুলপাপ এক্সহষ্ট। এই নতুন সিস্টেম আসার ফলে বাইকের ওজন একই রকম কম হয়ে গিয়েছে। তবে এই নতুন এডিশনে ইঞ্জিনের কোন পরিবর্তন করা হয়নি। এখনো আপনারা এই বাইকে ১৫৯.৭ সি সি অয়েল কুল SOHC ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যেখানে ফুয়েল ইনজেকশন টেকনিক ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি ৯২৫০ আরপিএম গতিতে ১৭.৩০ বিএইচপি বেস্ট ইন ক্লাস পাওয়ার আউটপুট এবং ৭২৫০ আরপিএম গতিতে ১৪.৭৩ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এই ইঞ্জিনে ফাইভ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে।

এই বাইকে টিভিএস কোম্পানির অত্যাধুনিক SmartXonnect টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে আসে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে গাড়ির সঙ্গে যুক্ত একাধিক তথ্য আপনারা পাবেন। তার সাথেই নতুন ধরনের গিয়ার শিফট ইন্ডিকেটর, নতুন এলইডি হেড লাইট এবং তিনটি নতুন মোড দেওয়া হয়েছে। এই বাইকের সর্বাধিক স্পিড তিনটি মোডের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের। আরবান এবং রেইন মোডে সর্বাধিক স্পিড ১০৩ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। অন্যদিকে স্পোর্ট মোডে ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত স্পিড তুলতে পারবে এই বাইক। এই বাইকে সামনে ২৭০ মিলিমিটার ডিস ব্রেক এবং পিছনে ২০০ মিলিমিটার ডিস ব্রেক দেওয়া হয়েছে। ডবল ক্র্যাডল ফ্রেমের সাথে এই বাইকে টেলিস্কোপিক ফোকর্স এবং পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে টিভিএস কোম্পানির এই নতুন বাইক।

About Author