Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘টুম্পা সোনা’কে টক্কর দিচ্ছে নতুন গান ‘টুম্পা বৌদি’, ভাইরাল ভিডিও

‘টুম্পা সোনা’ (tumpa sona) এবার পরিণত হলো ‘টুম্পা বৌদি’-তে (tumpa boudi)।  2020 সালের সবচেয়ে জনপ্রিয় গান ‘টুম্পা’কে নিয়ে তৈরী হলো মিম সং। মিম সংটি গেয়েছেন নবাব(Nabab)।  ‘টুম্পা’ গানে বৌ পালানোর…

Avatar

‘টুম্পা সোনা’ (tumpa sona) এবার পরিণত হলো ‘টুম্পা বৌদি’-তে (tumpa boudi)।  2020 সালের সবচেয়ে জনপ্রিয় গান ‘টুম্পা’কে নিয়ে তৈরী হলো মিম সং। মিম সংটি গেয়েছেন নবাব(Nabab)।  ‘টুম্পা’ গানে বৌ পালানোর পর টুম্পা এসেছিল প্রেমিকা হয়ে। কিন্তু মিম সং-এ প্রেমিকা পালিয়ে গিয়ে এলো ‘টুম্পা বৌদি’। এই ভিডিওটি ভাইরাল হলেও নেটিজেনরা ভিডিওটির এডিটিং-এর সমালোচনা করেছেন।

2020 সালের সবচেয়ে জনপ্রিয় গান হলো ‘টুম্পা’। ‘টুম্পা’ গানের সঙ্গে নাচেননি এমন কোনো সেলিব্রিটি নেই। এমনকি  মেক আপ রুমের দরজা বন্ধ করে শ্রীময়ী চট্টরাজের(srimoyee chattaraj) সঙ্গে  তুমুল ‘টুম্পা’ নাচতে দেখা গিয়েছে অভিনেতা   কাঞ্চন মল্লিককে (kanchan mullick)। কাঞ্চনের পরনে ছিল লাল ‍জ‍্যাকেট, নীল রঙের প্রিন্টেড ডেনিম এবং চোখে চশমা।  অপরদিকে খোলা চুল ও সি-গ্রিন শিফনে শ্রীময়ী হয়ে উঠেছিলেন মোহময়ী। শ্রীময়ী ইন্সটাগ্রামে এই ভিডিওটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়।  নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর ‘টুম্পা’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিছুদিন আগে আরব দে চৌধুরী(Arav dey Chowdhury)ও অভিষেক সাহা(Abhishek saha)নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল।  কিন্তু আরজে সায়নের(Rj sayan) তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর(Anirban bhattacharya)বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(srijit Mukherjee)ও অভিনেতা রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)।

কিছুদিন আগেই ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্র-র(Sreelekha Mitra)একমাত্র কন্যার জন্মদিন। মেয়ের ঘরোয়া বার্থডে পার্টি-তে ‘টুম্পা’ গানের সঙ্গে নেচেছেন শ্রীলেখা ও তাঁর মেয়ে। শ্রীলেখার পরনে ছিল লাল টি-শার্ট ও ট্র‍্যাক প‍্যান্ট। নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রাভিনেত্রী তৃণা সাহাও(Trina saha) নববধূর সাজে ‘টুম্পা’ নেচে ভাইরাল হয়েছিলেন।

About Author