লকডাউনের জেরে গৃহবন্দী মানুষ, আর এই গৃহবন্দী অবস্থাকে কিছুটা আনন্দময় করে তুলতে সোশ্যাল মিডিয়াকে অবলম্বন করছে সাধারণ মানুষ থেকে সেলেব সকলেই। বিভিন্ন মানুষের অন্তরের সুপ্ত শিল্পীসত্তার জাগরণ ঘটছে। ব্যস্ত জীবনে এতদিন মানুষ নিজের জন্য যে সময় চাইত কিন্তু পেত না, আজ অফুরন্ত অবসর সময়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ নিজেকে এবং অপরকে ভালো রাখতে তুলে ধরছে নানান প্রতিভা।
বলিউড সেলিব্রিটিরা শেয়ার করছে নানা ছবি, ফিরে যাচ্ছে অতীতে, কখনো অভিনেত্রীদের স্কুল জীবনের ছবি তো কখনও ঘুরতে যাওয়ার পুরনো ছবি। সম্প্রতি ভক্তদের জন্য পুরনো এক সাদা কালো ছবি উপহার দিলেন বলিউডের মিষ্টি জুটি কাজল ও অজয় দেবগণ৷ সুন্দর সেই ছবির সাথে ক্যাপশনটিও বেশ মজাদার। নিজেদের রোম্যান্টিক একটি ছবি পোস্ট করে অজয় দেবগণ ক্যাপশনে লেখেন – মনে হচ্ছে আমরা দু’জন লকডাউনে রয়েছি ২২ বছর ধরে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
দেবগণ দম্পতি দীর্ঘ ২২ বছর ধরে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ, তাদের ভালোবাসা সময়ের সাথে আরও জোরালো হচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ৷এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ এবং তানাজির স্ত্রীর ভূমিকায় দেখা গেছে কাজলকে৷ অনেক বছর পর আবার এই জুটিকে একসাথে দেখা গেল বড়পর্দায়, আগের মতোই এই সিনেমাতেও তাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।