Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tridha Choudhary Bold Photo: আশ্রমের ‘ববিতা জি’ ছোট বিকিনিতে এমন দেখাচ্ছিল, ছবি দেখলে ঘামতে শুরু করবেন

Updated :  Wednesday, June 14, 2023 11:41 AM

বাংলার বহু মেয়ে আছেন যারা বাংলা ভিন্ন অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে সাফল্য অর্জন করেছেন, তেমনই হলেন বঙ্গ তনয়া ত্রিধা চৌধুরী (Tridha Choudhury)। ২০১৩ সালে বাংলার অন্যতম সুপরিচিত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে পা রাখেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু, বেশিদিন নিজেকে বাংলায় আটকে রাখেননি ত্রিধা।

Tridha Choudhary Bold Photo: আশ্রমের 'ববিতা জি' ছোট বিকিনিতে এমন দেখাচ্ছিল, ছবি দেখলে ঘামতে শুরু করবেন

‘লাভ দিলে না প্রাণে’, ‘খাদ’, ‘কাগজের নৌকো’, ‘শেষ থেকে শুরু’ প্রজেক্টে কাজ করার পর ত্রিধা পা রাখেন বলিউডে। কিছু মাস আগে অভিনেতা ববি দেওলের সঙ্গে ‘আশ্রম’ ওয়েব সিরিজে দাপিয়ে কাজ করেছেন। এমনকি তার ঝুলিতে রয়েছে একাধিক দক্ষিণী ছবির কাজ, তবে আশ্রম দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেত্রী ত্রিধা।

Tridha Choudhary Bold Photo: আশ্রমের 'ববিতা জি' ছোট বিকিনিতে এমন দেখাচ্ছিল, ছবি দেখলে ঘামতে শুরু করবেন

সোশ্যাল মিডিয়ায় ত্রিধা খুবই সক্রিয়। তাঁর বোল্ড ছবির ছটায় রাতের ঘুম উড়তে বাধ্য। আশ্রম সিরিজের সময় থেকেই একাধিক বোল্ড ছবি পোস্ট করতে শুরু করেন তিনি। তার কিলার ফিগার ও সেক্সি লুকে ঘায়েল নেট জনতা।

প্রসঙ্গত, কিছু মাস আগে নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে নাম জড়ায় ত্রিধা। যদিও এখনও তিনি সিঙ্গেল। তারমধ্যে, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সাহসী ছবি দিয়ে ধুয়ে দিচ্ছেন নেট জনতার ঘাম। তাঁর গ্ল্যামারাস বিকিনি লুকে ঘায়েল প্রচুর পুরুষ ভক্ত, দেখুন আশ্রম খ্যাত অভিনেত্রীর একাধিক সাহসী ছবির তড়কা।