ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রবীণ নাগরিকরা ট্রেনের টিকিট বুকিংয়ে 50 শতাংশ ছাড়, রেলের বরাদ্দ বেড়েছে

জানা যাচ্ছে বাজেট ঘোষণার পরে রেলওয়ে টিকিটের উপর ৫০ শতাংশ ডিসকাউন্ট পেতে পারেন প্রবীণ নাগরিকরা

Advertisement

Advertisement

দেশের জন্য ভারতীয় রেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যানবাহনের মাধ্যম। আমরা যখন পরিবহনের সহজ এবং লাভজনক উপায়ের কথা বলি তখন সব থেকে ভালো উপায় হলো ভারতীয় রেল। ২০২৪ সালের কেন্দ্রীয় সরকারের বাজেটে এবারে রেলের উপরে অনেকটা ফোকাস করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এই অন্তর্বর্তী বাজেটে রেলের জন্য বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে এবারে কি রেলওয়ে টিকিট বুকিং এ ৫০ শতাংশ ছাড় পেতে পারেন বয়স্ক মানুষরা?

Advertisement

রেলওয়ে বাজেট

Advertisement

পহেলা ফেব্রুয়ারি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে ফেলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে অনেক মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধি হয়েছে। এমন পরিস্থিতিতে রেল মন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি হতে পারে বলে জানা যাচ্ছে। সীতারমন রেলের জন্য বরাদ্দ বাড়িয়ে ২.৪ থেকে ৩ লক্ষ কোটি টাকা হতে পারে। ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী রেলের জন্য ২.৪ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছিলেন। দেশে রেলওয়ের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে এবং এই অর্থ রেলের অবকাঠামো উন্নয়নের ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

রেলওয়ে অবকাঠামো

রেলওয়ে খাতের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন রেলের অবকাঠামো বিশ্বমানের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে গত বছর কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ২০২৩ সালে, ২০১৩ সালের রেলওয়ে বাজেটের থেকেও নয় গুণ বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল। এটি ছিল রেলওয়েতে করা সর্বোচ্চ বাজেট বরাদ্দ। রেলের অবকাঠামো উন্নয়নে সরকারের নজর রয়েছে। এছাড়াও অনেকগুলি নতুন ট্রেন সরকার পরিচালনা করতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে এখন যাত্রীদের সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরক

বন্দে ভারত ট্রেন

ভারতীয় রেলওয়ে ইতিমধ্যেই বেশ কিছু বন্দে ভারত ট্রেন শুরু করেছে ভারতীয় রেলের বিভিন্ন লাইনে। এছাড়াও পাঁচ শতাধিক রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে। এর মধ্যে রয়েছে অযোধ্যা ভোপাল বিশাখাপত্তনম এবং এছাড়াও বহু স্টেশন। ইতি মধ্যেই এই কাজ শেষ হয়েছে। সরকার কিছু কিছু স্টেশনে যাত্রীদের জন্য বিমানবন্দরের মতো সুবিধাও দিতে চাইছে বলে জানা যাচ্ছে।