Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train: আগামী দুদিন রেল চলাচল বন্ধ থাকবে হাসনাবাদ-শিয়ালদা শাখায়, তারপর ডাবল লাইন, জানিয়ে দিয়েছে রেল

আগামী দুদিন ১৭ এবং ১৮ এপ্রিল হাসনাবাদ শিয়ালদহ শাখায় বন্ধ থাকতে চলেছে রেল চলাচল। ডাবল লাইনে কাজের জন্য পরিষেবা বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে ভারতীয় রেলওয়ে সূত্রে। খুব শীঘ্রই বিদ্যাধরী…

Avatar

আগামী দুদিন ১৭ এবং ১৮ এপ্রিল হাসনাবাদ শিয়ালদহ শাখায় বন্ধ থাকতে চলেছে রেল চলাচল। ডাবল লাইনে কাজের জন্য পরিষেবা বন্ধ থাকছে বলে জানা যাচ্ছে ভারতীয় রেলওয়ে সূত্রে। খুব শীঘ্রই বিদ্যাধরী নদীর উপরে সেতু চালু হচ্ছে এবং তারপর ডবল লাইন পরিষেবা চালু হবে বলে জানা যাচ্ছে।

এতদিন পর্যন্ত হাসনাবাদ শিয়ালদহ শাখায় ডবল লাইন না থাকায় প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। ৪৫ মিনিট পর পর একটি করে ট্রেন পরিষেবা ছিল। কিন্তু এই লাইনে বহু যাত্রী যাতায়াত করে থাকেন। রেল সূত্রে খবর, যাত্রীদের সুবিধার জন্য ডাবল লাইন পরিষেবা চালু হয়ে যাবে ১৮ এপ্রিলের পরে। যুদ্ধকালীন তৎপরতায় এখন হাসনাবাদ শিয়ালদহ শাখার বেলেঘাটা এবং লেবুতলা রেলস্টেশনে শেষ মুহূর্তে কাজ চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেলেঘাটা স্টেশনে লাগোয়া বিদ্যাধরী নদীর উপরে ২৫০ টনের একটি রিভার ব্রিজ তৈরি করা হচ্ছে। এছাড়া আনুষঙ্গিক কাজের জন্য ১৭ এবং ১৮ এপ্রিল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার হাসনাবাদ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেল দাবি করছে, ডাবল লাইন পরিষেবা চালু হবার ফলে শিয়ালদহ শাখায় লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন। রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার মহাদেব খান বলছেন, “আমার মস্তিষ্কপ্রসূত ধারণা নিয়ে এই রিভার ব্রিজ তৈরি করা হয়েছে এবং এই রিভার ব্রিজের ওজন ২৫০ টন। ইতিমধ্যেই এই কাজ শেষ হয়ে গিয়েছে এবং ১৮ এপ্রিল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এর পরই হাসনাবাদ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

About Author