নিউজ

ট্রেনের টয়লেটে গিয়ে কি সিগারেট খেতে পারবেন? এই নিয়ে কি বিধান আছে ভারতীয় রেলের আইনে?

ট্রেনে সিগারেট খাওয়া নিয়ে কিছুদিন আগে ব্যাপক বিতর্ক হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশে

Advertisement

Advertisement

সম্প্রতি তিরুপতি থেকে অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে যাওয়ার পথে বন্দে ভারত ট্রেনে ঘটে গেছে একটি অদ্ভুত ঘটনা। ট্রেনে লাগানো ফায়ার অ্যালার্ম এর ব্যাপারে না জেনে হঠাৎ করে এই এক ব্যক্তি টয়লেটে গিয়ে শুরু করেছিলেন ধূমপান। আর সেই সময়ই বাজতে শুরু করে ট্রেনে থাকা ফায়ার অ্যালার্ম। বগিতে এরোসল স্প্রে করা শুরু হয়। এতে যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা ট্রেনের গার্ডকে সতর্ক করেন জরুরী ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু তারপরে যদিও জানা যায় শুধুমাত্র সিগারেট খাওয়ার জন্যই এই ফায়ার এলার্মের এই অবস্থা হয়েছিল। তাই আজ আমরা আপনাকে জানাবো ট্রেনে যদি আপনি ধূমপান করেন তাহলে তার নিয়ম কি এবং কি কি জিনিস ট্রেনে আপনি নিয়ে যেতে পারবেন না।

Advertisement

আপনি কিন্তু ট্রেনে কোনভাবেই সিগারেট নিয়ে যেতে পারবেন না। রেলওয়ে আইনের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী ট্রেনে ধূমপান করা একটি অপরাধ। আপনি যদি ট্রেনে ধূমপান করেন তাহলে আপনার উপরে জরিমানা দেবে ভারতীয় রেল। যদি আপনি কোন যাত্রীর বারন না শোনেন তাহলে আপনার উপরে আরো জরিমানা করা হতে পারে। আপনার উপরে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানিয়েছে ভারতীয় রেল।

Advertisement

অন্যদিকে ট্রেনের টয়লেটে গিয়েও আপনি সিগারেট খেতে পারবেন না কিংবা সিগারেটের বাট এবং ম্যাচের কাঠি ছুঁড়ে দিতে পারবেন না। এরকম কোন জিনিস নিক্ষেপ করলে আগুন লেগে যাবার সম্ভাবনা থাকে এবং এতে অনেক ক্ষতি হতে পারে। ট্রেনের সিগারেট খেলে আপনি রেলওয়ে আইনের ধারা অনুযায়ী দন্ডিত হতে পারেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং টিকিট চেকিং কর্মীরা আপনাকে শাস্তি দিতে পারে এবং সে ক্ষেত্রে ভারতীয় রেলওয়ে বোর্ডের জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে। এর পাশাপাশি আপনি আরো কিছু জিনিস আছে যেগুলি ট্রেনে কখনোই নিয়ে যেতে পারবেন না।

Advertisement

এই তালিকায় রয়েছে স্টোভ গ্যাস সিলিন্ডার অ্যাসিড বাজি কেমিক্যাল কোন পশ্য জীব চামড়া তলোয়ার ছুরি কিংবা রাইফেল স্কুটার সাইকেল বাইক মদ সিগারেট কাঁচা মাংস মাছ কিংবা কোনরকম দুর্গন্ধযুক্ত জিনিস কাঁচ ইত্যাদি। আপনি সর্বাধিক ৪০ থেকে ৭০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে ট্রেনে ভ্রমণ করতে পারেন। স্লিপার টিকিটে আপনি ৪০ কেজি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন সর্বাধিক এবং এসি কোচে আপনি ৭০ কেজি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন। তবে এর থেকে বেশি লাগেজ হলে আপনাকে ভ্রমন করতে দেওয়া হবে না। এছাড়াও আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে।

Recent Posts