বিগত কয়েক বছরে ভারতে গাড়ির প্রচলন দারুন ভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর মানুষ এমন রয়েছেন যারা গাড়ি কেনা শুরু করেছেন। এই মুহূর্তে ভারতে ৭ সিটের এমপিভি মার্কেটে দারুন ভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এবং এই সেগমেন্টে মারুতি থেকে শুরু করে অন্যান্য কোম্পানি একের পর এক গাড়ি লঞ্চ করে চলেছে। এই সমস্ত গাড়ির মধ্যে মারুতি আরটিগা থেকে শুরু করে টয়োটার ইনোভা গাড়ি গুলি রয়েছে এবং অন্যান্য কোম্পানির কিছু গাড়িও ভারতীয় মার্কেটে প্রবেশ করতে শুরু করেছে। চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ ২০২২ সালে ভারতের সবথেকে বেশি বিক্রি হওয়া ৩টি এমপিভি গাড়ি কোনগুলি।
১. মারুতি সুজুকি আর্টিগা
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের মাল্টি ইউটিলিটি ভেহিকেল সেগমেন্টের সবথেকে জনপ্রিয় গাড়ি হল মারুতি সুজুকির Ertiga। এই গাড়িটি ২০২২ সালের নভেম্বর মাসের হিসাব অনুযায়ী সব থেকে বেশি বিক্রি হওয়া মাল্টি পারপাস ভেহিকেল। এই গাড়িতে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে এবং তার সাথেই আপনারা পাচ্ছেন ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ইঞ্জিন। এই গাড়িটির এক্স শোরুম দাম ৮.৩৫ লক্ষ টাকা থেকে ১২.৭৯ লক্ষ টাকার মধ্যে।
২. Kia Carens
এই গাড়িটি সম্প্রতি ভারতীয় মার্কেটে নতুন এন্ট্রি নিয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ির কোম্পানি কিয়ার তরফ থেকে সম্প্রতি এই গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। কম দামের মধ্যে দুর্দান্ত ফিচার দেওয়ার কারণে এই মুহূর্তে এই গাড়িটি ভারতীয় বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিগত কয়েক বছরে এই মার্কেটের সব থেকে বড় খেলোয়াড় টয়োটা ইনোভাকে পিছনে ফেলে দিয়েছে এই গাড়িটি। নভেম্বর মাস পর্যন্ত এই গাড়ির ৫৯,৫৬১টি ইউনিট বিক্রি হয়েছে। এই গাড়িতে আপনারা পাচ্ছেন ১.৫ লিটার পেট্রোল, ১.৪ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন বিকল্প। এই গাড়িটির এক্স শোরুম দাম ১০ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে।
৩. Innova
একটা দীর্ঘ সময় পর্যন্ত ভারতের সবথেকে জনপ্রিয় মাল্টিপারপাস ভেহিকেল ছিল টোয়োটা ইনোভা। এই গাড়িটি তার বড় ইন্টেরিয়র আরামদায়ক সিট এবং দুর্দান্ত ইঞ্জিনের জন্য ভারতের সব থেকে জনপ্রিয় মাল্টিপারপাস ভেহিকেল ছিল। বিগত বছরে এই গাড়িটির ৫৬,৫৩৩ ইউনিট বিক্রি হয়েছিল। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় এমপিভি না হলেও অবশ্যই ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি এটি।