Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মৃত্যু হল ‘টম এন্ড জেরি’ পরিচালক জিন ডেইচ-এর, শোকস্তব্ধ গোটা জগত

শ্রেয়া চ্যাটার্জি - ৯৫ বছর বয়সে মারা গেলেন 'টম এন্ড জেরি' পরিচালক জিন ডেইচ। বৃহস্পতিবার রাতে অস্কারজয়ী চিত্রনায়ক প্রাগে তার অ্যাপার্টমেন্টে মারা যান। তার চেক প্রকাশক পেট্রো এসোসিয়েটেড প্রেস কে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ৯৫ বছর বয়সে মারা গেলেন ‘টম এন্ড জেরি’ পরিচালক জিন ডেইচ। বৃহস্পতিবার রাতে অস্কারজয়ী চিত্রনায়ক প্রাগে তার অ্যাপার্টমেন্টে মারা যান। তার চেক প্রকাশক পেট্রো এসোসিয়েটেড প্রেস কে সংবাদটি নিশ্চিত করেছেন। যেখানে ব্যাখ্যা করা হয়েছে, ‘এ তারকা অপ্রত্যাশিতভাবে মারা গেছেন’।

জেন একজন অস্কারবিজয়ী অ্যানিমেটেড ফিল্ম প্রস্তুতকারক ছিলেন। শুধুমাত্র ‘টম এন্ড জেরি’ নয়, তার সঙ্গে ‘পপিয়ে’ বলে একটি কার্টুন তৈরি করেন। তার তিন সন্তানের প্রত্যেকেই তার বাবার দেখানো পথেই এগিয়েছেন। প্রত্যেকেই কেউ কার্টুনিস্ট , কেউ আবার অ্যানিমেটর হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯২৪ সালে তিনি শিকাগোতে জন্মগ্রহণ করেন। পরে তিনি ক্যালিফোর্নিয়াতে চলে আসেন। কিছুদিন তিনি সেনাবাহিনীতে চাকরি করেছিলেন। কিন্তু তারপরে খুব সহজেই তিনি কার্টুনের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। কার্টুনের জগতে যতই ভীম, ডোরেমন আসুক না কেন টম এন্ড জেরি কিন্তু এখনো যুগ যুগ জিও। ইঁদুর, বিড়ালের খুনসুটি বেশ ভালোই লাগে দেখতে। শুধু ছোটরাই নয়, আবাল-বৃদ্ধ-বনিতা সকলের প্রিয় হয়ে উঠেছে এই ‘টম এন্ড জেরি’।

About Author