
×
Advertisement
ব্যস্ত সাংসদ অভিনেত্রী সব দিক একা সামলান। যেকোনো সামাজিক অনুষ্ঠানে সবসময় এগিয়ে থাকা নুসরত সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা তাও আবার নিজ স্টাইলে। এদিন হাতে পড়েছিলেন মেহেন্দি, পরনে লেহেঙ্গা চোলি। ওড়না উড়িয়ে হাতে প্রদীপ নিয়ে দীপাবলির শুভেচ্ছায় মগ্ন নুসরত। আলোর উৎসব যে তাঁর মধ্যেকার অন্ধকারকে টেনে বার করে দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। খুশিতে মেতে উঠেছেন অভিনেত্রী। নিজেই নিজের ইন্সটাগ্রাম পেজে ভিডিও আপলোড করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
Advertisement
View this post on Instagram
টলি পাড়ার অন্যান্য নায়িকাদের মতন নুসরতও শব্দ বাজির বিপক্ষে। তাই তিনিও আলোর উৎসবে মেতেছেন। সাড়া বাড়ি ফুল ও আলো দিয়ে সাজিয়েছেন সাংসদ অভিনেত্রী। এই অতিমারির মধ্যেও সকলের জীবন যাতে সুস্থ থাকে ও স্বাভাবিক হয়ে ওঠে সেই কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
Advertisement
View this post on Instagram