কলকাতা: কথায় বলে বেশ করেছি প্রেম করেছি করবোই তো, আহা রাধার মতো মরতে হলে মরবই তো! তাই প্রেমে কনো লুকোচুরি নেই, নেই কোন রাখঢাক। এরকমই একটি ভিডিও আপলোড করলেন ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের খলনায়িকা জেসমিন রায়, আর ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ-তে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা গৌরব।
ইতিমধ্যেই দুজনেই যে জমিয়ে প্রেম করছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওর মাঝখানে দেখা গেছে জেসমিন হাসতে হাস্তে তার প্রেমিকের জামার তলায় ঢুকে পড়ছে এবং তার প্রেমিক গৌরব তাকে জড়িয়ে ধরে আদর করছে এবং কপালে স্নেহ চুম্বন করছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowhttps://www.instagram.com/p/CFyaCmZDKlG/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again