আজ বনধের দিনেও থাকবেনা ছুটি, জনজীবন চলবে সচল ভাবে, ঘোষণা রাজ্য সরকারের

Advertisement

Advertisement

বৃহস্পতিবার দেশের ট্রেড ইউনিয়নগুলির ডাকা বনধের দাবিগুলিকে ইতিমধ্যেই সমর্থন করেছে রাজ্য সরকার। কিন্তু আগেই রাজ্য সরকার হতে জানিয়ে দেওয়া হয়েছিল যে বনধের বিরুদ্ধে তারা। সেই কারণের আগামীকাল রাজ্যের সমস্ত অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই নির্দেশ মেনে খোলা হবে সমস্ত সরকারি অফিস। সরকারি কর্মীদের আসতে হবে অফিসে। সম্প্রতি এই বিষয়ে নবান্ন থেকে নির্দেশ জারি করেছে রাজ্য অর্থ দফতর। তাদের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে , সমস্ত সরকারি কর্মীদের বৃহস্পতিবার আসতে হবে অফিসে। অফিসে না এলে কাটা যাবে তাদের বেতন। সাথে কাটা হবে একটি ছুটিও। নবান্ন হতে এই নির্দেশ দেওয়া হয়েছে গত বুধবার। তাই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কর্মীদের কপালে।

Advertisement

বুধবারের এই নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই অর্থাৎ তাদের কথা চিন্তা করেই সরকার বনধের পরিপন্থী। তাই বৃহস্পতিবার অর্থাৎ আজ খোলা থাকবে রাজ্যের সমস্ত সরকারি এবং অর্ধেক সরকারি দফতরগুলি। এইদিন নেওয়া যাবেনা কোনও ক্যাজুয়াল লিভ। প্রথম অর্ধ এবং দ্বিতীয় অর্ধেও দেওয়া যাবেনা ছুটি। এইদিন অফিস করার জন্য অন্য কোনও দিন ছুটি দেবেনা সরকার।

Advertisement

বৃহস্পতিবার অর্থাৎ আজ গোটাদিন জনজীবন সচল রাখতে বহু পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। রাস্তায় অন্যদিনের মতোই চলবে সরকারি এবং বেসরকারি বাস। অন্যদিকে বাস-ট্যাক্সি- অটো চালকদের ভয় কাঁটাতে এই দিনের জন্য বিমার আশ্বাস ও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

Advertisement

এখানেই পদক্ষেপের ভাণ্ডার শেষ নয়। বনধের দিন জনজীবন সচল রাখতে এবং রাজ্য তথা কলকাতায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণ পুলিশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজ্য। শহরে মোতায়েন করা হবে প্রায় ৫ হাজার ফোর্স। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে থাকবে অতিরিক্ত পুলিশ। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Recent Posts