Categories: জ্যোতিষ

আজ ২৮শে মে বৃহস্পতিবার, জানুন আজকের রাশিফল

Advertisement

Advertisement

মেষঃ আজ আপনার অর্থনৈতিক দিক থেকে ভালো কাটার সম্ভাবনা রয়েছে। পৈত্রিক সূত্রে কিছু লাভ করতে পারেন।

Advertisement

বৃষঃ আজকের দিনটি আপনার বিশেষ ভাবে শুভ। কোনো কারণে পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে।

Advertisement

মিথুনঃ আজ শারীরিক দিক থেকে ভালো কাটার সম্ভাবনা রয়েছে। চিকিৎসায় সাফল্য লাভ করতে পারবেন।

Advertisement

কর্কটঃ পারিবারিক দিক থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে। অনুরাগ বৃদ্ধি পাবে আজ।

সিংহঃ আজ আপনার জীবনে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো কাটবে।

কন্যাঃ আজ আপনার শারীরিক দিক দিয়ে সমস্যা দেখা দিতে পারে। কোনো কারণে রক্তপাতের সম্ভাবনা রয়েছে।

তুলাঃ আজ হঠাৎ করে আপনি উৎসাহান্বিত হয়ে পড়তে পারেন। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৃশ্চিকঃ আজ বাড়িতে পরিচারিকার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সমাধান করুন।

ধনুঃ আজ আপনার অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ ভালো কাটবে না। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে।

মকরঃ আজ শারীরিক দিক থেকে সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপের কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভঃ আজ আপনার কর্মে বিভ্রান্তি দেখা দিতে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি।

মীনঃ আজ আপনার কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে যা খুবই সুখকর হতে পারে।

Recent Posts