তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজি বর্ধমানে

Advertisement

Advertisement

বর্ধমান: একদিকে যখন ধনদেবীর আরাধনায় মেতেছে গোটা রাজ্য, ঠিক সেই সময় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রসিকপুর এলাকা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে কার্যত তীব্র বোমাবাজিতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, অফিস দখলের লড়াইকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এই কার্যালয়টি এতদিন তৃণমূল নেতা আব্দুল রবের দখলে ছিল। এলাকায় আব্দুল রবের সঙ্গে অন্য আর এক নেতা মহম্মদ আশরাফ উদ্দিনের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। মাসখানেক আগে জেলার তৃণমূল-কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় মহম্মদ আশরাফ উদ্দিনকে। তারপর থেকেই পুরনো শত্রুতার জেরে তিনি আব্দুল রবের শিবিরে ভাঙন ধরাতে উঠেপড়ে লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যার জেরে এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Advertisement

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল রবের পার্টি অফিস যখন বন্ধ ছিল, ঠিক তখনই সেই অফিস দখল করতে মহম্মদ আশরাফ উদ্দিনের লোকজন সেখানে যায়। তারপরে দুই দলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ বাধে। চলে ব্যাপক বোমাবাজি। এমনকি লাঠি, রড নিয়ে একে অপরের দিকে তেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। কোনওক্রমে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থামানো হয়। যদিও গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেনি, তবুও এই বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার মানুষজন।

Advertisement

Recent Posts