Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউডের ‘টিপ টিপ বরসা পানি’ গানের ভোজপুরি ভার্সন, তুমুল সাড়া ফেলেছে নেটদুনিয়ায়

Updated :  Thursday, June 4, 2020 9:53 PM

যারা যারা প্রিয় ভোজপুরী তারকা আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব ওরফে ‘নিরাহুয়া’ কে মিস করছিলেন তাদের জন্যে একটি পুরনো গান নিয়ে এসেছি যা পুনরায় দেখতে খুবই ভালো লাগবে। ইতিমধ্যেই তাদের এই আকর্ষণীয় জুটি সকলের মন জয় করেছে।

আম্রপালি এবং নিরাহুর জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিকে বেশ অনেকগুলি সুপারহিট সিনেমা এবং গান দিয়েছে। সেগুলিরই মধ্যে একটি হল ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘বেটা’র গান ‘তানি ছু লা’।

এই গানটি সাধারণত বলিউডের জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’র মতোই। বৃষ্টি ভেজা এই গানটি অক্ষয় কুমার এবং রবীনা ট্যান্ডনের কথা মনে করাবে। গানটি গেয়েছেন কল্পনা এবং ওম ঝা, লিখেছেন শ্যাম দেহাতি।

ইতিমধ্যেই বেশ কিছু ভোজপুরি গান ইউটিউবে জনপ্রিয় হয়েছে। যার মধ্যে কয়েকটি হল ‘চেহরা তোহার’, ‘এ সোনা’, ‘দুসর দুয়ার’ এবং ‘ভোজপুরী গানা পর জো ডান্স না কিয়া’ ইত্যাদি।