Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৮ টি ট্রেনের টাইম বদল করল রেল, দেখে নিন নতুন টাইম টেবিল

Updated :  Saturday, July 4, 2020 10:00 AM

দেশে দীর্ঘদিন লকডাউন চলেছে। তবে আনলক পর্বে প্রায় সব পরিবহন ব্যবস্থা খুলে দিলেও লোকাল ট্রেন ও মেট্রো চালু করা হয়নি। তবে ভারতীয় রেলের পক্ষ থেকে ২৩০ টি স্পেশাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে। সেই ট্রেনগুলির ক্ষেত্রে ১২০ দিন আগে বুকিং করার সুবিধা মিলবে। এছাড়া কোভিড সতর্কতায় যাত্রীদের জন্য নতুন গাইডলাইন জারি করা হয়েছে। এবার হঠাৎ করেই একাধিক স্পেশাল ট্রেনের টাইম টেবিল পরিবর্তন করল ভারতীয় রেল।

যে ৮ টি ট্রেনের সময় বদল করা হয়েছে, দেখে নিন নতুন টাইম টেবিল-

১) ট্রেন নম্বর ০২৪৪২, নয়াদিল্লি-বিলাসপুর রাজধানী স্পেশালের সময়ে বদল করা হয়েছে। এই ট্রেন আগে বিকেল ৪ টের সময় যাত্রা শুরু করত। এখন থেকে সেই সময় ৩.৪৫ মিনিট যাত্রা শুরু করবে। ঝাঁসি, ভোপাল ও নাগপুর হয়ে ১২ টার সময় বিলাসপুর পৌঁছাবে।

২) ট্রেন নম্বর ০২৪৪১ বিলাসপুর থেকে ২ টো নাগাদ ছাড়বে। রায়পুর, নাগফপুর, ভোপাল, ঝাঁসি হয়ে সকাল ১০.৫০ মিনিট নাগাদ নয়াদিল্লিতে পৌঁছাবে। এই ট্রেন ৪ জুলাই ২০২০ থেকে নয়াদিল্লি থেকে প্রতি মঙ্গলবার ও শনিবার এবংথেকে ৬ জুলাই থেকে বিলাসপুর থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ছাড়বে।

৩) ট্রেন নম্বর ০২৪৩৪ নয়াদিল্লি-চেন্নাই সেন্ট্রাল-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস স্পেশাল। এই ট্রেন নয়াদিল্লি থেকে ৩.৪৫ মিনিটে  ছাড়বে এবং ঝাঁসি, ভোপাল, নাগপুর হয়ে রাত ৮.৪০ মিনিট নাগাদ চেন্নাই সেন্ট্রালে পৌঁছবে ৷

৪) ট্রেন নম্বর ০২৪৩৩ চেন্নাই থেকে সকাল ৬.৩৫ মিনিটে ছাড়বে এবং নয়াদিল্লিতে ১১ টায় পৌঁছবে ৷ এই ট্রেন নয়াদিল্লি থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ও চেন্নাই সেন্ট্রাল থেকে প্রতি বুধবার ও শনিবার ছাড়বে ৷

৫) ট্রেন নম্বর ০২৪৩৭ সেকেন্দ্রবাদ-নয়াদিল্লি রাজধানী সেকেন্দ্রাবাদ থেকে দুপুর ১.১৫ মিনিট নাগাদ ছাড়বে আর নয়াদিল্লিতে সকাল ১০.৫০ মিনিট পৌঁছবে ৷ এই ট্রেনটি নয়াদিল্লি থেকে প্রতি রবিবার ও সেকেন্দ্রাবাদ থেকে প্রতি বুধবার ছাড়বে।

৬) ট্রেন নম্বর ০২৪৩৪ নয়াদিল্লি থেকে এবার ৩:৪৫ মিনিটে ছাড়বে এবং ঝাঁসি, ভোপাল, নাগপুর হয়ে সেকেন্দ্রাবাদে ২ টোয় পৌঁছবে।

৭) ট্রেন নম্বর ০২৯৫১ ও ০২৯৫২ মুম্বই সেন্ট্রাল-নয়াদিল্লি-মুম্বই সেন্ট্রাল রাজধানী এক্সপ্রেস আজ থেকে সময় বদল করা হয়েছে।৷ ট্রেন নম্বর ০২৯৫১ মুম্বই সেন্ট্রাল থেকে বিকেল ৫.৩০ মিনিটে ছাড়বে এবং নয়াদিল্লিতে সকাল ৮:৫০ এ পৌঁছবে ৷

৮) ট্রেন নম্বর ০২৯৫২ নয়াদিল্লি থেকে বিকেল ৫ টায় ছাড়বে এবং মুম্বই সেন্ট্রালে সকাল ৮.৪০ মিনিটে পৌঁছবে ৷