Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতে নিষিদ্ধ টিকটক, ৪৫ হাজার কোটি টাকার ক্ষতির মুখে ByteDance

অরূপ মাহাত: ভারত সরকারের ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি কেবল ভারত ও বিশ্বজুড়েই নয়, চিনা গণমাধ্যমগুলিতেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। চিনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা…

Avatar

অরূপ মাহাত: ভারত সরকারের ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি কেবল ভারত ও বিশ্বজুড়েই নয়, চিনা গণমাধ্যমগুলিতেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। চিনের সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক ও হেলো অ্যাপসের মূল সংস্থা বাইটড্যান্স এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় প্রায় ৪৫ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মোবাইল অ্যাপ বিশ্লেষণকারী সংস্থা সেন্সর টুয়ারের তথ্য অনুসারে, মে মাসে ১১২ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছিল টিকটক। ভারতে সবচেয়ে বেশি মানুষ এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে ডাউনলোড হওয়া সংখ্যার দ্বিগুণ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোমবার ভারত সরকার চিনে তৈরি ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরমধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, বৈডু ম্যাপ, হেলো, এমআই কমিউনিটি, ক্লাব ফ্যাক্টরি, উইচ্যাট এবং ইউসি নিউজের মতো জনপ্রিয় অ্যাপও। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলার ক্ষেত্রে এই সমস্ত অ্যাপ ক্ষতিকর আখ্যা দিয়ে এগুলোকে নিষিদ্ধ করে সরকার। গ্লোবাল টাইমস জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ চিনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আত্মবিশ্বাসকে মারাত্মক ধাক্কা দিয়েছে। তাদের মতে, ‘ভারত সরকার এবং জনগণ যা করেছে তা চিনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আত্মবিশ্বাসকে মারাত্মক ধাক্কা দিয়েছে।’

About Author