Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিলিজ হল অ্যাকশন প্যাক ‘Tiger 3‘ সিনেমার ট্রেলার, সালমান খান ও ক্যাটরিনা কাইফের জুটি দেখতে ব্যাপক উৎসাহী দর্শকরা

দীর্ঘ কয়েক বছর হারিয়ে যাওয়ার পর এই ২০২৩ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফের নিজের উজ্জ্বলতা ফিরে পেয়েছে। শাহরুখ খানের ‘পাঠান‘ ও ‘জওয়ান‘, অন্যদিকে ‘গদর ২‘ এর ব্যাপক সাফল্যের পর এবার…

Avatar

দীর্ঘ কয়েক বছর হারিয়ে যাওয়ার পর এই ২০২৩ সালে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ফের নিজের উজ্জ্বলতা ফিরে পেয়েছে। শাহরুখ খানের ‘পাঠান‘ ও ‘জওয়ান‘, অন্যদিকে ‘গদর ২‘ এর ব্যাপক সাফল্যের পর এবার রিলিজ করলো বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমার ট্রেলার। দীর্ঘদিন ধরেই বলিউডপ্রেমীরা এই সিনেমার অপেক্ষা করছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান করে রিলিজ করলো পরবর্তী বলিউড ধামাকা ‘টাইগার ৩‘ এর ট্রেলার। ব্যাপক জনপ্রিয় হওয়া ‘টাইগার‘ সিনেমার এই সিক্যুয়েল যে ফের হইচই ফেলে দেবে, সেই নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই বিনোদন জগতের।

আগের মতই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। অন্যদিকে এই সিনেমায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। তিনি জোয়া চরিত্রে অভিনয় করছেন। আপনাদের জানিয়ে রাখি, ২০১২ সালে ‘এক থা টাইগার‘ এবং ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়‘ রিলিজ করেছিল। দুটি সিনেমা বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। প্রায় ৬ বছর বাদে এই ‘টাইগার ৩‘ রিলিজ করতে চলেছে। সালমান খান ও ক্যাটরিনার অ্যাকশন প্যাকড সিন এই সিনেমার হটকেক হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আজ ১৬ ই অক্টোবর, ২০২৩ এ এই ‘টাইগার ৩‘ সিনেমার ট্রেলার যশ রাজ ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। এই ট্রেলারের প্রথমেই দেখা যায় একটি বাইক নিয়ে অ্যাকশন করছেন ভাইজান। টাইগার দেশ ও তাঁর পরিবারকে বাঁচাতে জান লড়িয়ে দেবেন এই সিনেমাতে। ট্রেলার দেখে আপনার সিনেমা সমন্ধে উৎসাহ কয়েকগুন বেড়ে যাবে। এই ছবিটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। এই সিনেমা ১২ নভেম্বর, ২০২৩ এ রিলিজ করবে। এর ট্রেলার দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author