Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারত-চিন সীমান্তে উত্তেজনার মাঝেই গুলির লড়াই উপত্যকায়, খতম তিন জঙ্গি

শ্রীনগর : একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠল আরও একবার উপত্যকা। ফের সীমান্তে চলল গুলির লড়াই। খতম তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাতামালু এলাকায়…

Avatar

শ্রীনগর : একদিকে যখন লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা অব্যাহত, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠল আরও একবার উপত্যকা। ফের সীমান্তে চলল গুলির লড়াই। খতম তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের বাতামালু এলাকায় সেনা ও জঙ্গির সঙ্গে সংঘর্ষ হওয়ায় এই ঘটনাটি ঘটেছে। শুধু জঙ্গি নয়, নিহত হয়েছেন এক মহিলাও। আহত হয়েছেন ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ আরও দুজন।

শ্রীনগরে বাতামালু এলাকায় বেশ কিছুদিন ধরে জঙ্গিরা নিজেদের ঘাঁটি গেড়েছে, এমনই খবর গোপন সূত্রে পায় ভারতীয় সেনা। সেই খবরের ওপর ভিত্তি করেই গোপনে অভিযান চালায় সেনারা। সেনাদের আগমন দেখে কার্যত এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জঙ্গির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই গুলির লড়াইয়ের মাঝে পড়ে মারা যান পয়তাল্লিশ বছরের এক মহিলা, যার নাম কৌসর রিয়াজ। ভারতীয় সেনাদের পক্ষ থেকে আহত হয়েছেন এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ দুজন সিআরপিএফ জওয়ান। তিনজনকেই স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

About Author