Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yishaan-Nusrat: তিন মাসের ঈশানের বেরু বেরু মাম্মা নুসরতের সাথে! পা দুলিয়ে নিজের খুশি জাহির একরত্তির

যশ ও নুসরতের ছেলে ঈশান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছেলের বয়স এখন ৩ মাস। নুসরত আর যশের কোলে খোশমেজাজেই রয়েছে এই খুদে । ছেলের বয়স তিন হলেও এখনো ঈশানের…

Avatar

By

যশ ও নুসরতের ছেলে ঈশান এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। ছেলের বয়স এখন ৩ মাস। নুসরত আর যশের কোলে খোশমেজাজেই রয়েছে এই খুদে । ছেলের বয়স তিন হলেও এখনো ঈশানের মুখ কাউকে দেখাননি। ছেলেকে দেখানোর প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ঈশানের বাবা যেদিন চাইবে সেদিন ছেলেকে দেখাবেন। তবে এই কালীপুজোতেই নুসরত পুত্র ঈশানের ছবি দেখেছে সোশ্যাল মিডিয়া। নিজের দুই ছেলের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছিলেন যশ।

শুধু যশ না এদিন ছেলের সাথে ছবি দিয়েলেন নুসরতও। যদিও নুসরতের কোলে থাকা ঈশানের একঝাঁকা কালো চুলে ঢাকা মাথা ছাড়া আর কিছুই চোখে পড়েনি নেটিজেনদের। যশ ও যে ছবি শেয়ার করেছে তাতে দাদার সাথে খেলতে ব্যস্ত ছিল একরত্তি। তবে এবার ছেলেকে স্ট্রোলারে চাপিয়ে ঘুরতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মাম্মা নুসরত। নুসরতের নতুন ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে প্যারামবুলেটারে ঘুরতে বেড়িয়েছে ছোট্ট ঈশান। আর আনন্দে দুলছে ছোট্ট দুটি পা। মায়ের সাথে মন চেয়েছে বেড়ু বেড়ু করতে। ছেলের একটি ব্যুমেরাং ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন অভিনেত্রী। যদিও এই ছবিতেও পুরো দেখা মিলল না খুদের। শুধু ট্রোলার থেকে বেরিয়ে থাকা একরত্তির পা দেখে নেটিজেনদের মন ভরতে হল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yishaan-Nusrat: তিন মাসের ঈশানের বেরু বেরু মাম্মা নুসরতের সাথে! পা দুলিয়ে নিজের খুশি জাহির একরত্তির

মা হওয়ার ১৩ দিনের মাথায় কাজ শুরু করেছেন নতুন মাম্মা। ফলে ব্যস্ততা তো আছেই। হাতে আছে দু’ দুটো ছবির কাজ। অক্টোবরের শুরুতে জয়কালী কলকত্তাওয়ালীর শ্যুট শুরু করেন তা এখন শেষের পথে। এরপরেই এনা সাহার প্রযোজনাতে মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি-র কাজ ও শুরু করেছেন। ইতিমধ্যে এই সিনেমার শুভ মহরত হয়েছে। সঙ্গে আবার রয়েছে ইশক ১০৪.৮ এফএম চ্যানেলে নিজস্ব রেডিয়ো শো। তবে শত ব্যস্ততার মাঝে ছেলের জন্য সময় দিতে ভোলেননি। এর মাঝেই ছেলেকে যথাযথ সময় দেন সাংসদ-অভিনেত্রী। 

নুসরত সংবাদমাধ্যমের কাছে এর আগেই জানিয়েছেন ছেলেকে খুব দরকার না হলে একা ছাড়ার চেষ্টা করেননা তিনি আর যশ। যখন যশ কাজের জন্য বাইরে থাকে তখন বাড়িতে থেকে ছেলে সামলান অভিনেত্রী। আর নুসরত কাজে গেলে ঈশানের সাথে সর্বদা থাকেন যশ।  

About Author