Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বন্ধ হয়ে গেল থমাস কুক!

কুণাল রায় : সম্প্রতি ঘূর্ণি ঝড়ের কথা প্রায় প্রতিটি খবরের কাগজের শিরনামে উঠে এসেছে। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পুজোর মুখে এই রকম একটি প্রাকৃতিক দুর্যোগ…

Avatar

কুণাল রায় : সম্প্রতি ঘূর্ণি ঝড়ের কথা প্রায় প্রতিটি খবরের কাগজের শিরনামে উঠে এসেছে। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পুজোর মুখে এই রকম একটি প্রাকৃতিক দুর্যোগ কোনভাবেই কাম্য নয়।কিন্তু আমরা এটাও জানি যে এর থেকেও আরো অধিক প্রবল ঝড় আঁচড়ে পড়েছে একটি কর্পোরেট ডোমেইনের নামী ব্রিটিশ কোম্পানি থমাস কুকের ওপর! একের পর এক সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনীতি এক তীব্র সংকটের মুখে!

গতকাল ঘোষণা করা হয় এই খবর। খবরটি এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, এই বিষয় কোন সন্দেহ নেই। ১৯৭৯ সালের এই কোম্পানি যা মূলত বিমান পরিষেবা ও বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে এক বৃহৎ বাণিজ্য ক্ষেত্র, অর্থসংকট ও অন্তর কলহের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। প্রায় দেড় লাখেরও বেশী পর্যটক এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে আটক! কি ভাবে তারা তাদের স্বক্ষেত্রে ফিরবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অন্যদিকে ষাট হাজার অধিক কর্মী তাদের চাকরী হারিয়েছে। এক কথায় এক তীব্র গোলযোগ!এছাড়া ট্রাভেল ও ট্যুরিজম নিয়ে যে সকল ছেলেমেয়েরা পড়াশুনা করে থমাস কুকের মত জায়গা কর্মরত হতে চেয়েছিল, তাদের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল! পুজোর ঠিক আগে এই রকম একটি ঘটনা কর্পোরেট ওয়ার্ল্ডের কপালে ভাঁজ ফেলেছে। আগামীদিন গুলো কতটা নিশ্চয়তা দিতে পারবে সাধারণ মানুষের জীবনে, এখন এটাই দেখবার!
আগামী নতুন বছরে সিক্সথ পে কমিশন চালু হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারী চাকুরীদের, এক দুর্দান্ত সুখবর! কিন্তু আজ যারা কর্মহীন হল, তাদের কথা কে ভাববে? সরকার না আমরা? নাকি রিসেসনের সেই ভয়ংকর দিনগুলো আবার ফিরে আসতে চলেছে? সময় এর উত্তর দেবে!!

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author