Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রকেট গতিতে ছুটতে পারে Yamaha এর এই বাইক, ব্যাপক মাইলেজ পাবেন লং রাইডে

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। তবে যারা…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। তবে যারা তরুণ এবং স্পোর্টস বাইক পছন্দ, কিন্তু অনেক বেশি বাজেট নেই, তাদের জন্য ভারতীয় বাজারে একটি মাত্র বাইক আছে এবং সেটি হল ইয়ামাহা কোম্পানির। অবশ্যই বুঝে গিয়েছেন যে কোন বাইকের কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, আজকালকার দিনের তরুণ প্রজন্মের সুপার স্পোর্টস ও স্টাইলিশ লুকের Yamaha MT15 V2 খুবই পছন্দের। এই বাইকটি লঞ্চ হওয়ার সময় থেকে রীতিমত হইচই ফেলে দিয়েছিল।

এই Yamaha MT15 V2 বাইকটির এক্স শোরুম মূল্য প্রায় ১.৬৫ লাখ টাকা। এর অন রোড মূল্য প্রায় ১.৯০ লাখ টাকা হয়ে যায়। Yamaha MT15 V2 বাইকে ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ১৮.৪ ps পাওয়ার এবং ১৪.১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকে ম্যানুয়াল ৬ স্পিড গিয়ারবক্স রয়েছে। এছাড়া বাইকটিতে রয়েছে একাধিক অত্যাধুনিক ফিচার এবং সাথে সাথে এর স্টাইলিশ লুক তরুণ প্রজন্মকে ব্যাপক আকৃষ্ট করে। এছাড়া এই বাইকে রয়েছে ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল ABS।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Yamaha MT-15-এর নতুন সংস্করণ সায়ান স্টর্ম, রেসিং ব্লু, আইস ফ্লু-ভারমিলিয়ন এবং মেটালিক ব্ল্যাক-এ চারটি নতুন স্টাইলিশ রঙ পেয়েছে। এই রঙগুলির সাথে আড়ম্বরপূর্ণ গ্রাফিক্স বাইকটির অ্যাগ্রেসিভ লুক দেয়। আপনি যদি একটি স্পোর্টি লুকিং বাইক কিনতে চান এবং দাম মোটামুটি কম এর মধ্যেই চান, তাহলে এই Yamaha MT15 V2 আপনার কাছে পারফেক্ট অপশন।

About Author