৩৯৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওপেনিং জুটি হারিয়ে রীতিমতো বিপদে পড়ে সেমিফাইনালিস্ট এই দলটি। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৯) এবং ড্যারিয়েল মিচেলের (১৩৪) লম্বা ইনিংসের সুবাদে খেলায় প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ড। তবে ভারতীয় বোলার মোহাম্মদ সামির বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর পরিপ্রেক্ষিতে ৭০ রানের বিশাল ব্যবধানে সেমিফাইনালে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।Revenge Has Been Taken But That 2019 World Cup Semi Final Match Still In My Mind No Can Erase It Still Hurts 🥺 Because My Hero Thala Dhoni Last Match In Indian Jersey. #IndiaVsNewZealand #MsDhoni #Leo #INDVSNZ #WorldCup #WorldCup2023 #ICCCricketWorldCup #ViratKohli #teamindia pic.twitter.com/6ceFtUWdkE
— LEO/ADHITHYA (@VijayFCTn) November 15, 2023
🥳 𝗧𝗵𝗲 𝗯𝗲𝘀𝘁 𝘁𝗵𝗶𝗻𝗴 𝗮𝗯𝗼𝘂𝘁 𝘁𝗶𝗺𝗲 𝗶𝘀 𝘁𝗵𝗮𝘁 𝗶𝘁 𝗰𝗵𝗮𝗻𝗴𝗲𝘀.
— 🇮🇳 Pundalik 🇮🇳 (@iPundalikH) November 15, 2023
📷 Getty • #MSDhoni #RohitSharma #ViratKohli #INDvNZ #INDvsNZ #CricketComesHome #CWC23 #TeamIndia #BharatArmy #COTI pic.twitter.com/ND33JRV1bG