LIC এর বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করতে পারবেন এই পদ্ধতিতে! জেনে নিন কিভাবে!

Advertisement

Advertisement

দেশের সর্ববৃহৎ বিমা সংস্থা এলআইসি তার গ্রাহকদের জন্য নিয়ে এল এক সূবর্ণ সুযোগ। এলআইসির পলিসি চালাতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে যারা নিয়মিত টাকা জমা দিতে পারেননি, আগে তাদের পলিসি বন্ধ হয়ে যেত। বর্তমানে এলআইসি তার গ্রাহকদের জন্য এক সুযোগ নিয়ে এসেছে, যাতে খুব সহজেই বন্ধ হয়ে যাওয়া পলিসি আবার খুলতে এবং নিয়মিত চালাতে পারবেন গ্রাহকরা।

Advertisement

বিভিন্ন চিটফান্ড সংস্থার খপ্পরে পড়ে প্রতারিত হওয়ার পর, এখন গরীব মানুষের একমাত্র সহায় ও সম্বল বলতে রয়েছে এলআইসি। এলআইসিতে পলিসি খুলে সাধারণ মানুষেরা অল্প অল্প করে সঞ্চয়ের স্বপ্ন দেখেন। কিন্তু এক্ষেত্রেও কিছুটা অনিবার্য ভাবেই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। অনেক সময়ই নিয়মিত প্রিমিয়াম জমা করতে পারেন না তারা।

Advertisement

এর ফলে পলিসি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এবার ভারতের সবচেয়ে বৃহৎ এবং গরীব মানুষের একমাত্র ভরসার বিমা প্রতিষ্ঠান এলআইসি যে নিয়ম চালু করতে চলেছে তাতে গরীব মানুষগুলোকে ভরসা জোগাবে এই বিমা সংস্থা।

Advertisement
Tags: LIC

Recent Posts