Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi: এবার ঝুড়ি নিয়েই ট্রোল হলেন উরফি, অভিনেত্রীকে দেখে হুঁস উড়বে সকলেরই

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

Avatar

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক দেখে অবাক এক খাবারের নামি সংস্থাও।

খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। এই মুহূর্তে তাকে নিয়ে চলছে তুমুল কাটাক্ষ। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে দিয়েছে, সেকথা মানছেন গোটা নেটজনতার একাংশও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সাম্প্রতিক এই ঝলকে উরফিকে একটি ঝুড়ি ও জনপ্রিয় খাবারের সংস্থা জোমাটোর টেপ স্কার্টের আকারে জড়িয়েই ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা গিয়েছে। এদিন হালকা মেকাপেই ছিলেন অভিনেত্রী। শুরুতেই একটি ঝলকে উরফিকে নালিশ করতে দেখা গিয়েছে জোমাটোতে। জোমাটোতে এই মুহূর্তে ‘গোল্ড ডাইনিং কার্নিভাল’ চলছে। আর সেই কারণবশতই তিনি রেস্টুরেন্টে গিয়ে একটি সিটও পাননি, এমন কথাই নালিশের সুরে লিখতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর এই কথার জবাবে ক্ষমা চেয়ে একটি গিফট বাস্কেট তাকে পাঠানো হয়েছিল জোমাটোর তরফ থেকে। তিনি এটিকে পোশাক হিসেবে ধরে নিয়েই তাদের ধন্যবাদ জানিয়েছিলেন, যাতে অবাক হয়েছিলেন সংস্থার কর্মকর্তারাও। আপাতত, এমনটাই দেখা গিয়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া কথোপকথনে। এরপরেই তার সাম্প্রতিক ঝলক প্রকাশ্যে আসে, যা দেখে মাথায় হাত একাংশের। আপাতত, সেই কারণবশতই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী।

About Author