Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BIG BREAKING: এবার বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ডিজিটাল রেশন কার্ড তৈরি ও কার্ডের ভুল সংশোধন সংক্রান্ত ব্যাপার নিয়ে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ডিজিটাল রেশন কার্ড তৈরি ও কার্ডের ভুল সংশোধন সংক্রান্ত ব্যাপার নিয়ে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল রেশন কার্ড তৈরির আবেদন ও ভুল সংশোধনের সময়সীমা বাড়িয়ে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করা হবে। মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক প্রশাসনিক বৈঠকে এইরকম ঘোষণা করেছে বলেই জানা গিয়েছে। কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘোষণা সংক্রান্ত একটি আভাস দিয়েছিলেন।

কিন্তু তার সঙ্গে বলেছিলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মতই গতকাল পশ্চিম মেদিনীপুর প্রশাসনিক বৈঠকে নতুন ডিজিটাল রেশন কার্ড ও কার্ডের ভুল সংশোধন সংক্রান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ৯ সেপ্টেম্বর রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে খাদ্যসাথী প্রকল্পের জন্য ডিজিটাল রেশন কার্ড তৈরি ও সংশোধনের প্রকল্প নেওয়া হয়েছিল যার কর্মসূচি শেষ হয়েছে গত ২৭ শে সেপ্টেম্বর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মূলত ডিজিটাল রেশন কার্ড তৈরি ও কার্ডের ভুল সংশোধনের জন্য জেলায় জেলায় যেভাবে মানুষের সংখ্যা বেড়েছে তার পরিপ্রেক্ষিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন এই রেশন কার্ড সংক্রান্ত আবেদন কিভাবে করবে? এক্ষেত্রে সরকার ঘোষণা করেছেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফলাইনে রেশন কার্ড সংক্রান্ত আবেদন করা যাবে। বিডিও অফিস, মিউনিসিপালিটি অফিসে ও বেরো অফিসে চলবে এই কাজ।

About Author