Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Madhumita Sarcar Birthday: এবারের জন্মদিনটা এক্কেবারে অন্যরকম করে উদযাপন করলেন মধুমিতা! রইলো ভিডিও

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের…

Avatar

By

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এই নতুন সিরিজটির নাম ‘উত্তরণ’। একটি এমএমএস কিভাবে বদলে দেয় একটি সাধারণ বিবাহিত মেয়ের জীবন। এই গল্পে উঠে আসে সমাজের অন্ধকার দিকের কথা। সেই কাহিনীর চিত্রনাট্যে তুলে ধরবেন মধুমিতার। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২৬ শে অক্টোবর এই মঙ্গলবার ছিল অভিনেত্রীর ২৭ তম জন্মদিন। এইবারের জন্মদিনটা অভিনেত্রী অন্যবারের থেকে এক্কেবারে অন্যভাবে উদযাপন করলেন। সকাল থেকে টলিউডের সেলেব থেকে অনুগামীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী নিজের জন্মদিনের সকালে সাদা সালোয়ার কামিজ আর ওড়না আর মাথায় ছোট্ট টিপ আর খোলা চুল। ব্যস এতেই সাজ কমপ্লিট করে চলে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার চেতলার এক অনাথ আশ্রমে। এই দিন সেখানে মধুমিতার টিম আয়োজন করেছিল অভিনেত্রীর জন্য এক বিশেষ জন্মদিনের আয়োজন।

এইদিন অভিনেত্রী চেতলার কিছু পথশিশুর সাথে বিশেষ দিনটি সেলিব্রেশনে মাতেন। এদিন বাচ্চারা অভিনেত্রীর হাতে তুলে দেন নিজেদের আঁকা জন্মদিনের কার্ড ও ফুল। অভিনেত্রীও এই দিন কুঁচো কাঁচাদের জন্য এনেছিলেন চকোলেট আর উপহার। তারাও সেগুলো পেয়ে খুব খুশি। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তারাও খুশিতে আত্মহারা। এইদিন সকলের সাথে কেক কেটে তাদেরকে নিজের হাতে তুলে দেন কেক। মাটিতে বসে ঘরের মেয়ের মতো বসে সকলের সাথে গল্প, খেলা আর মজায় মেতে উঠেছিলেন।

শুধু চেতলা নয় টলিউড কুল অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়। আর এই কাজের দায়িত্ব নিয়েছিলেন মধুমিতার ফ্যানক্লাবের সদস্যরা। এদিন অসহায় মানুষদের খাবার বিতরণের পাশাপাশি রাস্তার কুকুরদের ও খাবার খাওয়ানো হয়। নিজের জন্মদিনের বিশেষ দিনে কোনো পার্টি নয় বরং বাচ্চাদের সাথে মিষ্টি সময় কাটিয়ে এরপরেই নিজের মা বাবার কাছে চম্পাহাটি চলে যান। সেখানে মায়ের হাতের রান্না করা সমস্ত খাবার খান। এই ভাবে পুরো অন্যরকম জন্মদিনটা উদযাপন করলেন টলিউডের চিনি।

About Author