Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: আসর জমানোর পালা, দক্ষিণ ভারতে বাংলার ‘মিঠাই’

এই তো জানুয়ারী মাসের শুরুতে মিঠাইয়ের পথচলা শুরু হয়। কয়েক মাসের মধ্যেই বাংলার সকল মানুষের মন জয় করেছে মনোহারার সকল সদস্যেরা। তবে এইবার মিঠাই পরিবারের জন্য এক দারুণ সুখবর। মিঠাই…

Avatar

By

এই তো জানুয়ারী মাসের শুরুতে মিঠাইয়ের পথচলা শুরু হয়। কয়েক মাসের মধ্যেই বাংলার সকল মানুষের মন জয় করেছে মনোহারার সকল সদস্যেরা। তবে এইবার মিঠাই পরিবারের জন্য এক দারুণ সুখবর। মিঠাই আর মনোহারা শুধু বাংলার মানুষের মনিকোঠা নয়, এবার তামিল দর্শকদের মনে জায়গা করতে নিতে চলেছে।

বাংলার এখন ১ নম্বর শো হল মিঠাই। দিন যত যাচ্ছে উচ্ছেবাবু আর তুফান মেলের রসায়ন আরো জমজমাট হয়ে উঠছে। রাত ৮টা বাজলে আর কিছু না বাংলা টেলিভিশনের সব মা কাকিমাদের চোখ একেবার চুম্বকের মতো জি বাংলার সামনে আটকে রেখেছে এই মোদক পরিবার। যার ফলে দিন দিন ঊর্ধ্বমুখী ‘মিঠাই’-এর টিআরপি। অন্যান্য ধারাবাহিক মিঠাইয়ের গা ভেসতে পারছেনা। দিন যত যাচ্ছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা উর্দ্ধগামী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Mithai: আসর জমানোর পালা, দক্ষিণ ভারতে বাংলার ‘মিঠাই’

তাই তো মিঠাই এবার বাংলা থেকে দক্ষিণ ভারতের মনে জায়গা করতে চলেছে। হ্যাঁ তামিল ভাষায় রিমেক হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের। তামিল এক সংবাদমাধ্যম থেকেই এই সুখবর পাওয়া গিয়েছে। জি তামিল চ্যানেলে এই নতুন ধারাবাহিক সম্প্রচারিত হবে ধারাবাহিকের নাম নিনাইথালেলনিক্কুম। রিমেকে সিদ্ধার্থ অর্থাৎ মিঠাই –এর উচ্ছেবাবুর চরিত্রে অভিনয় করবেন ‘আয়ুথা এজহুথু’, ‘উড়িয়ে২’ খ্যাত জনপ্রি অভিনেতা আনন্দ সেলভম। তবে মিঠাই রানি কে হবে তা এখনো জানা যায়নি। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মিঠাই ধারাবাহিকের রিমেক। কোন সময়ে দেখানো হবে, সেটা নিয়েও এখনো ভাবনা চিন্তা চলছে।

Mithai: আসর জমানোর পালা, দক্ষিণ ভারতে বাংলার ‘মিঠাই’

অন্যদিকে এ সপ্তাহের টিআরপি তালিকাতে মিঠাই ফাস্ট গার্ল। ডিভোর্সের পর তুফান মেল আর উচ্ছেবাবুর সংসার জমে উঠেছে। কখনো শিড ফুলশয্যাতে স্ত্রীর গলার হার খুলে দিচ্ছে তো কখনো মিঠাইয়ের মুন্নিকে নিয়ে বাজারে চিতল মাছ কিনতে যাচ্ছে সিড নিজে। সম্প্রতি নতুন প্রমোতে দেখানো হয়েছে মিঠাই তাঁর রাগী উচ্ছেবাবুর মাথায় তেল মালিশ করছে। তেলমালিশ বেশ উপভোগ করছে সিড ও। তবে তেল মেখে সিডকে লাগছে চম্পক মহাশয়। তাই নিয়ে সকলের হাসাহাসি। এখন এটাই দেখার সিড কবে মিঠাইকে ভালোবাসবে। এদের সম্পর্কে কি কোনো পরিবর্তন আসবে তা সময়েই বলবে।

Mithai: আসর জমানোর পালা, দক্ষিণ ভারতে বাংলার ‘মিঠাই’

About Author