Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

KKR শিবিরে বড় ধাক্কা, IPL থেকে ছিটকে গেল এই তারকা ক্রিকেটার

Updated :  Thursday, February 27, 2020 2:52 PM

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের ম্যাচ খেলা হবে না প্রবিন তাম্বের। নিয়ম ভঙ্গের অভিযোগে আইপিএল গভর্নিং কমিটি তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল। তাই আইপিএলের নিলামে বিক্রি হওয়া প্রবীণতম ক্রিকেটারের আইপিএল ম্যাচ খেলার ওপর দাঁড়ি পড়ে গেল। তাম্বে ২০১৮ সালে দুবাইয়ের টি-১০ লিগে অংশগ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা বিদেশের টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে।

দুবাইতে টি-১০ লিগে অংশগ্রহণ করতে যাওয়ার আগে মুম্বাই ক্রিকেট সংস্থার কাছে অবসরের সিদ্ধান্ত জানান তাম্বে কিন্তু শারজায় টি-১০ লিগ খেলে দেশে ফিরে অবসর ভেঙে আবার মুম্বাইয়ের টি-২০ লিগ খেলেন তাম্বে। এর ফলে আইপিএলের নিলামে তিনি নাম নথিভুক্ত করতে সক্ষম হন তিনি। কিন্তু বিসিসিআই ব্যাপারটি মোটেও সহজভাবে নেয়নি। তার খেলার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেই সিদ্ধান্ত কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে অবহিত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০ লক্ষ টাকায় তাম্বেকে কিনেছিল কেকেআর।

আরও পড়ুন : পরের মাসে বিরাটের অধিনায়কে এশিয়া একাদশ ম্যাচ খেলবে এই ১১ জন ক্রিকেটার

বিসিসিআইয়ের আইপিএল কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এই প্রসঙ্গে জানিয়েছেন, “তাম্বেকে আইপিএলে খেলার ছাড়পত্র দিচ্ছে না ভারতীয় বোর্ড৷ কারণ তাম্বেকে অনুমতি দিলে সকলকেই ছাড়পত্র দিতে হবে বোর্ডকে৷ বোর্ড ক্রিকেটারদের শুধুমাত্র বিদেশে লিস্ট-এ ও প্রথম শ্রেণীর ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে থাকে তবে এক্ষেত্রে বিসিসিআই ও সংশ্লিষ্ট রাজ্যের ক্রিকেট সংস্থার থেকে এনওসি নিতে হয় তাদের৷ একমাত্র ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় খেলোয়াড়রা বিদেশের টি-১০ ও টি-২০ লিগে অংশগ্রহণ করতে পারে৷”