Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মারুতি সুজুকির ব্যবসা মন্দা করবে টাটা কোম্পানির এই নতুন টাটা ন্যানো, ব্র্যান্ডেড বৈশিষ্ট্যসহ থাকবে ৩০০ কিলোমিটারের রেঞ্জ

Updated :  Thursday, December 28, 2023 12:55 PM

মারুতি সুজুকির ব্যবসা মন্দা করতে এবারে খুব শীঘ্রই বাজারে আসছে নতুন টাটা ন্যনো। দারুন বৈশিষ্ট্যসহ ৩০০ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যাবে এই নতুন গাড়িতে। খুব শীঘ্রই টাটা ন্যানো তার বৈদ্যুতিক অবতার লঞ্চ করতে চলেছে ভারতে। আর এটাই হতে চলেছে মারুতি সুজুকির জন্য সবথেকে খারাপ খবর। টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িটিকে একেবারে স্পোর্টি লুকে লঞ্চ করা হবে। এই গাড়িতে থাকবে একটা দুর্দান্ত স্টাইল স্টেটমেন্ট যা সবার গাড়ি কেনার স্বপ্নকে সফল করবে। এই বৈদ্যুতিক গাড়ির চেহারা অত্যন্ত আকর্ষণীয় এবং এখানে আপনি আধুনিক কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য দেখতে পাবেন। বলতে গেলে বাজারে এই নতুন ইলেকট্রিক টাটা ন্যানো গাড়ি জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এই নতুন গাড়িতে কি কি হাইটেক বৈশিষ্ট্য দেখতে পাবেন আপনারা

আপনি টাটা ন্যানো বৈদ্যুতিক গাড়িতে কিছু ব্র্যান্ডেড বৈশিষ্ট্য দেখতে পাবেন। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সংযোগ। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ৭ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, ব্লুটুথ এবং ইন্টারনেট কানেকশন, ৬টি স্পিকারযুক্ত একটি সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, এবং EBD ও অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এছাড়া মাল্টি ইনফরমেশন ডিসপ্লে ও রিমোট লকিং এর মত চমৎকার বৈশিষ্ট্যগুলি দেখা যাবে এই গাড়িতে।

নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ১৫.৫ KWH ক্ষমতা বিশিষ্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক। এই গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন একটি BLDC মোটর। এই ব্যাটারির সাথে দুটি চার্জিং অপশন আপনারা পেতে পারেন। প্রথমটি হল একটি ১৫ অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতার হোম চার্জার অপশন এবং দ্বিতীয়টি হল একটি ডিসি ফাস্ট চার্জার অপশন। এই গাড়িতে আপনারা ৭২ ভোল্টের পাওয়ার প্যাক পেয়ে যাবেন। টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ির গতি প্রতি ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত আপনি দেখতে পারেন। এই গাড়িতে আপনারা ৩০০ কিলোমিটার এর রেঞ্জ পেয়ে যাবেন। যদিও এখনও পর্যন্ত এই গাড়ির লঞ্চের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কোম্পানি। দামের ব্যাপারেও বিশেষ কিছু না জানানো হলেও মোটামুটি পাঁচ লক্ষ টাকায় আপনারা এই গাড়িটি কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে।