Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ওলা এবং টিভিএস-এর মার্কেট শেষ করতে আসছে বাজাজের এই ইলেকট্রিক স্কুটার, দমদার রেঞ্জের সাথে পাবেন দারুন ফিচার

আজকের দিনে দাঁড়িয়ে ওলা এবং টিভিএস এর মত ব্র্যান্ড ইলেকট্রিক ভেহিকেল এর মার্কেটে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। তবে এবারে তাদেরকে টেক্কা দিতে আসছে ভারতের সবথেকে পুরনো বাইকের কোম্পানির…

Avatar

আজকের দিনে দাঁড়িয়ে ওলা এবং টিভিএস এর মত ব্র্যান্ড ইলেকট্রিক ভেহিকেল এর মার্কেটে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। তবে এবারে তাদেরকে টেক্কা দিতে আসছে ভারতের সবথেকে পুরনো বাইকের কোম্পানির মধ্যে একটি অর্থাৎ বাজাজ। এই কোম্পানির একটি নতুন স্কুটার তার দুর্দান্ত রেঞ্জ এবং স্মার্ট ফিচারের কারণে হয়ে উঠেছে ভারতের অন্যতম একটি ইলেকট্রিক টু হুইলার। বাজার অটোমোবাইলস ভারতে নিজের ইলেকট্রিক স্কুটার চেতক লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। এই ইলেকট্রিক স্কুটারের নতুন লুক সম্প্রতি গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। এই নতুন লুক ও ফিচারের কারণে এই ইলেকট্রিক স্কুটার পাচ্ছে আরো বেশি রেঞ্জ। মাত্র ১.৫২ লক্ষ টাকা দামে এই দারুণ ইলেকট্রিক স্কুটার আপনি পাচ্ছেন। তবে যদি আপনি এই মুহূর্তে যে ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে, সেটা আপনি কিনতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ১.২২ লাখ টাকা।

২০২৩ সালের বাজাজ চেতক বাইকের ডিজাইনে তেমন কিছু পরিবর্তন নিয়ে আসা হয়নি। তবে এই নতুন ইলেকট্রিক স্কুটার আপনারা পাবেন তিনটি আলাদা আলাদা রঙের বিকল্পে। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে এলসিডি ডিজিটাল কনসোল দেওয়া হয়েছে, যা বর্তমান ভেরিয়েন্টের থেকে কিছুটা ভালো। এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে প্রিমিয়াম টু-টোন সিট, রিয়ার ভিউ মিরর, স্যাটিন ব্ল্যাক গ্র্যাব রেল, এবং ম্যাচিং বিলিয়ন ফুট রেস্ট দেওয়া হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু নতুন ফিচার আপনারা পাবেন এই ইলেকট্রিক স্কুটারের সঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাজার জানিয়েছে এই ইলেকট্রিক স্কুটারে আপনি ৯০ কিলোমিটার এর জায়গায় ১০৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যেতে পারেন। তবে, এমনিতে কিন্তু রেঞ্জ ৯০ কিলোমিটার এখনো পর্যন্ত রেজিস্টার করা হয়েছে। বাজাজ জানিয়েছে, যদি আপনি ভাল রাস্তায় চালান তাহলে আপনি হয়তো ১০৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি সাইজ ২.৮৮ কিলোওয়াট ঘন্টা এবং এই ইলেকট্রিক মোটর ৫.৩ বিএইচপি পাওয়ার এবং ২০ নিউটন মিটার সর্বাধিক টরক জেনারেট করতে পারে।

About Author