Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি সাহায্য করছে এই দেশ! জেনে নিন পাকিস্তানের জন্য কি করছে?

Updated :  Wednesday, October 2, 2019 2:21 PM

কাশ্মীর নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দু দেশের রাষ্ট্র নেতারা যুদ্ধের হুমকি পর্যন্ত দিতে থাকেন। তবে আন্তর্জাতিক কূটনীতিতে পাকিস্তানকে টেক্কা দেয় ভারত। সারা বিশ্ব ভারতের সমর্থনে মুখ খোলে। এমতাবস্থায় পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত চিন ও তুরস্ক শুধুমাত্র ইমরান খানের দেশের হয়ে কথা বলেন।

তবে থেকে অত্যাধুনিক রাফাল যুদ্ধ জাহাজ কেনার পর ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি ঘটে। শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ফলাফল ও পাকিস্তানের শক্তি নিয়ে ভারতকে সাবধান করার পরই মুখ খোলেন অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নৌসেনাও তৈরী রয়েছে লড়াইয়ের জন্য। এই অবস্থায় পাকিস্তানকে ভরসা যোগাতে এগিয়ে এল তুরস্ক।

রাষ্ট্রসংঘে ইমরান সরকারকে খোলাখুলি সমর্থন করার পর পাকিস্তানকে যুদ্ধ জাহাজ সরবরাহ করে সাহায্য করতে চায় তারা। এই উদ্দেশ্যে পাক সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন উন্নত জাহাজ তৈরী করতে চলেছে তুরস্ক। একথা নিজেই জানান পাক প্রধানমন্ত্রী ইমরান খান।