দারিদ্র্য দুর করছে এই ১০ টাকার নোট, বাড়িতে বসে পাবেন ৬ লাখ টাকা, জানুন কিভাবে

এই ১০ টাকার নোট অবশ্যই স্পেশাল হতে হবে

Advertisement

Advertisement

টাকা রোজগারটা এখন আর বড় কোনো কাজ না। এখন মানুষ বাড়িতে বসেই লাখ লাখ টাকা রোজগার করতে পারেন। আপনিও যদি এরকম টাকা কামাতে চান, তাহলে আমাদের কাছে একটা দারুন আইডিয়া আছে এই নিয়ে। আপনি এই মাধ্যমে খুব সহজেই টাকা রোজগার করতে পারবেন। আপনার পার্সে নিশ্চয়ই পুরনো কোনো ১০ টাকার নোট থাকবে। সেই নোট বিক্রি করলেই আপনি হয়ে যেতে পারবেন কোটিপতি। এখনকার দিনে কোটিপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ, এখন অনেক ওয়েবসাইট এই ধরনের পুরনো নোট নিয়ে ব্যবসা করে। আর সেই জায়গায় যদি আপনার পুরনো নোট আপনি বিক্রি করেন, তাহলে আপনি হয়ে যেতে পারবেন বিশাল টাকার মালিক।

Advertisement

আন্তর্জাতিক বাজারে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলি পুরানো ১০ টাকার নোটের বিনিময়ে প্রচুর আয়ের অপশন এখন আপনাকে দিচ্ছে। তবে, সাধারণ নোট বিক্রি করে আপনি এই টাকা পাবেন না। আপনার নোট কিন্তু হতে হবে একেবারে স্পেশাল। এই নোটে ৭৮৬ ক্রমিক সংখ্যাটি লেখা থাকতে হবে। শুধু তাই নয়, এই নোটে কিন্তু মহাত্মা গান্ধীর ছবি সামনের দিকে ছাপানো থাকতে হবে। যদি আপনার নোট এই উভয় শর্ত পূরণ করে তাহলে আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। ক্রমিক নম্বর ৭৮৬ মুসলিম সমাজে অত্যন্ত সৌভাগ্যবান এবং পবিত্র বলে বিবেচিত হয়। বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে মানুষ এই নোট কিনতে পছন্দ করে। যদি আপনার কাছে এরকম তিনটি নোট থাকে তবে আপনি সেগুলি ১২ লাখ টাকায় বিক্রি করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা বিশাল লাভ পেয়ে যাবেন।

Advertisement

কোথায় নোট বিক্রি করবেন তা জানুন

Advertisement

আপনি ঘরে বসেই অনলাইনে এই ১০ টাকার নোট বিক্রি করতে পারেন, যা হবে একটি সুবর্ণ সুযোগ। এর জন্য আপনাকে প্রথমে Quikr ওয়েবসাইটে রেজিস্ট্রার করতে হবে। এরপর আপনাকে নিজের নোটের ছবি তুলে সেটাকে কিন্তু বিজ্ঞাপনের আকারে Quikr ওয়েবসাইটে দিতে হবে। এর পরে গ্রাহকরা ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকে শুধু বাড়িতে বসে ক্রেতার সঙ্গে ডিল করতে হবে। ব্যাস তারপরেই টাকা বুঝে নিয়ে তাকে নোট বিক্রি করে দেবেন।

Recent Posts