Categories: অফবিট

আপনি কি সাহসী? তাহলে ঘুরে আসুন ভারতের এই ৬টি জায়গায়

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : ভারতের ক্ষেত্রে একটা কথাই একমাত্র সাজে ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ এত বড় মহান দেশে যেমন নানান রকম সংস্কৃতি, সভ্যতা, ভাষা, ধর্ম রয়েছে ঠিক প্রকৃতি ও নানান রকম সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। কোন জায়গা খুব ঠান্ডা, কোন জায়গা আবার প্রচন্ড গরম, কোন জায়গায় আবার ভয়ঙ্কর উঁচু, কোন জায়গা আবার অনেকটাই নিচু। আপনি যদি বেড়াতে যেতে ভালোবাসেন, আর সাথে সাহসী হোন তবে এই জায়গাগুলোতে অবশ্যই একবার করে ঘুরে আসবেন।

Advertisement

১) উত্তপ্ত জায়গা, ফালোডি (রাজস্থান)

Advertisement

২০১৬ সালের এই জায়গার তাপমাত্রা হয়েছিল ৫১ডিগ্রী সেলসিয়াস। গরমের জন্য জায়গাটি বেশ বিখ্যাত তবে এখানে প্রচুর লবণ শিল্প কারখানা রয়েছে, তাই এই জায়গাকে ‘লবণ শহর’ বলা হয়। রাজস্থানে বেড়াতে গেলে অবশ্যই এই জায়গাতে একবার ঘুরে আসবেন।

Advertisement

২) শীতলতম জায়গা, ড্রাস
জম্মু-কাশ্মীর

এটি অবস্থিত জোজিলা পাস এবং কারগিল শহরের মধ্যে। জম্মু-কাশ্মীরের সবচেয়ে ঠান্ডা জায়গা। এটিকে ‘গেটওয়ে অফ লাদাখ’ বলা হয়। গড়ে এখানে তাপমাত্রা থাকে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালে একবারের জন্য এখানকার তাপমাত্রা হয়েছিল মাইনাস ৬০ ডিগ্রী সেলসিয়াস।

৩) নিচু জায়গা, কুট্টানাদ কেরালা

ভারতের মধ্যে কেরালার এই জায়গাটি সবচেয়ে নিচু জায়গা। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪থেকে ১০ ফুট নিচু।

৪) উঁচু জায়গা, কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর মধ্যে তৃতীয় উচ্চতম পর্বত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪১৬৯ ফুট উঁচু। এটি ভারত ও নেপালের বর্ডারে অবস্থিত।

৫) আদ্রতম জায়গা, মৌসিনরাম (মেঘালয়)

মেঘালয়ের খাসি পর্বতের পূর্ব দিকে অবস্থিত মৌসিনরাম গ্রাম। বছরই এখানে গড়ে বৃষ্টিপাত হয় ১১১৭২ মিলিমিটার । ১৯৮৫ সালে এখানে বছরে বৃষ্টিপাত হয়েছিল ২৬০০০ মিলিমিটার। তার জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ডে নাম আছে।

৬) শুষ্কতম জায়গা, লেহ (জম্মু-কাশ্মীর)

লেহ জম্মু-কাশ্মীরে অবস্থিত ভারতের সবচেয়ে শুষ্কতম জায়গা। এখানে বছরে গড় বৃষ্টিপাত হয় ১০২ মিলিমিটার। যা বেশ কম। এখানে তাপমাত্রা ঠান্ডা হলেও জায়গাটি অনেকটাই শুষ্ক।

Tags: offbeat

Recent Posts