Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইন্টারনেট কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজগুলো, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

ওটিটি প্ল্যাটফর্মগুলো বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিভিন্ন ধরণের সিরিজ, সিনেমা এবং শর্ট ফিল্মের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন প্রদান করছে। তবে কিছু প্ল্যাটফর্ম এমন সাহসী ওয়েবসিরিজ তৈরি করছে যা 'গোপনে' দেখার…

Avatar

ওটিটি প্ল্যাটফর্মগুলো বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিভিন্ন ধরণের সিরিজ, সিনেমা এবং শর্ট ফিল্মের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন প্রদান করছে। তবে কিছু প্ল্যাটফর্ম এমন সাহসী ওয়েবসিরিজ তৈরি করছে যা ‘গোপনে’ দেখার প্রয়োজন হয়। এই প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম এবং তাদের জনপ্রিয় সাহসী ওয়েবসিরিজের উপর আলোকপাত করবো

১) Ullu:

Ullu অ্যাপের ওয়েব সিরিজ আজকাল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। লাখ লাখ মানুষ লজ্জার সীমা অতিক্রম করে পরিবার থেকে লুকিয়ে এই সমস্ত অন্তরঙ্গতায় ভরপুর অ্যাডাল্ট ওয়েব সিরিজ দেখে থাকেন। Ullu অ্যাপে একাধিক সিরিজ অত্যন্ত জনপ্রিয়। এক একটি সিরিজের সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শকরা। আর প্রায় প্রত্যেক সপ্তাহে এই অ্যাপে রিলিজ করে নতুন নতুন ওয়েব সিরিজ। ‘রেইন বসেরা’, ‘জলেবি বাই’, ‘তড়প’, ‘মাদহোস ডায়েরির-গুড ওয়াইফ’, ‘পাঞ্চালি’, ‘ওয়াচম্যান’, ‘দোরাহা’ ‘গনিকা’ ইত্যাদি জনপ্রিয় সাহসী ওয়েবসিরিজ রিলিজ করেছে উল্লু অ্যাপে। এছাড়াও ‘পেপার’, ‘পারো’, ‘ইন্সপিরেশন’ থ্রিলার ওয়েবসিরিজও উপলব্ধ এই প্ল্যাটফর্মে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) MX Player:

আজকাল অ্যাডাল্ট ওয়েব সিরিজের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেন্সরশিপ এর কারণে অনেক সময় এই সমস্ত ওয়েব সিরিজ সমস্ত প্লাটফর্মে অ্যাভেলেবেল থাকে না। তবে কয়েকটি প্লাটফর্ম রয়েছে যেখানে আপনি এই ধরনের ওয়েব সিরিজ দেখতে পারেন যা দেখলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। এরকমই একটি প্লাটফর্ম হল এমএক্স প্লেয়ার। এতে বিনামূল্যে দেখা যায় বিভিন্ন ওয়েব সিরিজ। ‘আশ্রম’, ‘মাস্তারাম’, ‘হ্যালো মিনি’ এর মতো জনপ্রিয় ওয়েবসিরিজ রিলিজ করেছে এতে। আর ‘ধারাভি ব্যাংক’ ও ‘বহুকাল’ থ্রিলার সিরিজও উপলব্ধ এই প্ল্যাটফর্মে।

৩) kooku:

দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ অ্যাপ। ‘হোয়াট দ্য ফাক’, ‘ডিজায়র পাপা’, ‘চুল-রুম সার্ভিস’, ‘চুপি বাজার’, ‘গুলাবজামুন’, ‘বুবলিপুর’ – এগুলো এখানকার জনপ্রিয় সাহসী ওয়েবসিরিজ।

৪) Alt Balaji:

মূলত সব বয়সের দর্শকদের জন্য সিরিজ তৈরি করে অল্ট বালাজি। ‘গন্দি বাত’, ‘বেবি কাম না’, ‘ভার্জিন ভাস্কর’, ‘হুজ ইওর ড্যাদি’ – এগুলো এখানকার জনপ্রিয় সাহসী ওয়েবসিরিজ। আর ‘অপহরণ’, ‘স্টেট ভার্সেস নানাবতী’ – এগুলো এখানকার জনপ্রিয় থ্রিলার সিরিজ।

About Author